বাংলাহান্ট ডেস্কঃ ২৪ দিনের মাথায় গত বুধবার পেট্রোল-ডিজেলের (Petrol & Diesel) মূল্য সামান্য কমেছিল। সেই ধারা আপাতত অব্যহত রেখে আজ ফের কমল মূল্য। পেট্রোলের দাম লিটার প্রতি কমল ২২ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি কমল ২৩ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফেলে আজ মঙ্গলবার তেল উৎপাদনকারী সংস্থা গুলো সামান্য কমাল সেই দাম।
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল- ডিজেলের দামে পরিবর্তন হয়। অর্থাৎ, সকাল ছটার পর থেকে নতুন রেট চার্ট হিসাবে পেট্রোল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price ) নির্ধারণ করা হয়। সেই মত আজ দাম কমে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ৯০ টাকা ৭৫ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়াল ৮৩ টাকা ৭৫ পয়সা।
দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৭৮ টাকা থেকে কমে হয়েছে ৯০.৫৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ২৩ পয়সা। ৮১.১০ টাকা থেকে কমে হয়েছে ৮০.৭৮ টাকা এবং চেন্নাইয়ে ১৯ পয়সা কমে পেট্রোলের দাম ৯২.৫৮ পয়সা আর ২২ পয়সা কমে ডিজেলের দাম ৮৫ টাকা ৮৮ পয়সা হয়েছে। মঙ্গলবার সকালে মুম্বইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৯৮ টাকা আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭.৯৬ টাকা।
উল্লেখ্য, আপনি যদি নিজের শহরের পেট্রোল ও ডিজেলের দাম নিজেই জানতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।