NDA সরকার গঠনের পরেই আসছে বিরাট চমক! সত্যিই পেট্রোলের দাম কমাবেন মোদি?

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। যা নির্বাচনের ফল প্রকাশের পরেই বড় স্বস্তি দিতে চলেছে মোদির এনডিএ সরকারকে।  ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই জোটবদ্ধ হয়ে NDA-র সাথেই সরকার গড়তে হবে তাদের। আর তাই সংখ্যগরিষ্ঠতা না পাওয়ার কারণে আগামী দিনে কেন্দ্রে বিজেপি নয় থাকবে NDA সরকার।

প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনের প্রচারের শুরু থেকেই বিজেপি বিরোধী দলগুলির কাছে প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল মুদ্রাস্ফীতির ইস্যু। যার জন্য বিরোধীরা ব্যাপক ভর্ৎসনা করেছে মোদি সরকারকে। আর নির্বাচনের ফলপ্রকাশ হতেই ফল-ও মিলেছে হাতেনাতে।

এই অবস্থায় এমনিতেই NDA জোটের দলগুলির সমর্থন ছাড়া বিজেপির পক্ষে কেন্দ্রে সরকার গড়া কার্যত অসম্ভব। আর তারপর ওয়াকিবহাল মহলের দাবি অপরিশোধিত তেলের দাম কমার পর পেট্রোল ও ডিজেলের দাম কমানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে জোটবদ্ধ দলগুলি। সেক্ষেত্রে পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য শরিকদের কথা শুনতে হবে প্রধানমন্ত্রী-সহ মন্ত্রিসভাকেও ৷

আরও পড়ুন: চাইলেই পাবেন ৫০ হাজার টাকা! সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার, কীভাবে করবেন আবেদন?

লোকসভা ভোটার ফলপ্রকাশ্যে আসার পর খুব তাড়াতাড়ি কেন্দ্রে নতুন সরকার গঠিত হতে চলেছে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ঠিক আগে লিটার প্রতি ২টাকা করে সস্তা হয়েছে পেট্রোপণ্য ৷ তাই আশা করা যেতে পারে আগামী দিনে NDA জোট সরকার বেশ কিছু জনদরদি সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। আর তারমধ্যে অন্যতম হতে পারে পেট্রোল-ডিজেলের দাম হ্রাস।

on 23 rd january Prices of petrol and diesel have gone up

মূলত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণেই আগামী দিনে পেট্রোলের দাম কমে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে গিয়েছে। জানা যাচ্ছে চার মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে সর্বনিম্ন ব্যারেল প্রতি ৭৭ ডলার। এইভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ওয়াকিবহাল মহল মনে করছে,আগামী দিনে NDA সরকার গঠনের পরেই কমতে চলেছে পেট্রোলের দাম-ও। যা নিঃসন্দেহে গ্রাহকদের জন্যও বিরাট স্বস্তির খবর।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর