বাংলাহান্ট ডেস্কঃ আবার বাড়তে চলেছে পেট্রল, ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, আজ (৪ মার্চ, ২০২০) দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের পেট্রোলের দাম যথাক্রমে . 71.44 টাকা ,77.13 টাকা , 74.11 টাকা ও 74.23 টাকা হয়েছে। অন্যদিকে, চারটি মহানগরে ডিজেলের দাম হ্রাস পেয়ে যথাক্রমে 64.03 টাকা, 67.05 টাকা, 66.36 টাকা, এবং 67.57 টাকা হয়েছে।
Fuel prices remain unchanged across these 4 metros today pic.twitter.com/LEQ679uZ28
— CNBC-TV18 (@CNBCTV18Live) March 4, 2020
পাশাপাশি, আগামী এপ্রিল মাসেই সম্ভবত প্রতি লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে অনুমান। ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যার জেরে বাড়বে পেট্রল ও ডিজেলের দাম।
ইউরো-সিক্স এর নির্গমন মান অনুযায়ী ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহার করতে হবে প্রতিটি দেশকে। ভারতে এতদিন যানবাহনে বিএস-ফোর বা ভারত স্টেজ-ফোর মানের জ্বালানি ব্যবহার করা হত। দূষন কমাতে এবার একবারে তা উন্নত করা হয়েছে বিএস-সিক্স মানে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বৃহস্পতিবার জানান, ইতিমধ্যেই বিএস-সিক্স বা ইউরো-সিক্স মানের জ্বালানি তেল উত্পাদন শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই তা ডিপোগুলিতে পৌঁছে যাবে। আগামী এপ্রিল মাসের পয়লা তারিখ থেকেই ভারতে চালু হবে এই নতুন বিধি।