মূল্য কমবে পেট্রল-ডিজেলের? অপরিশোধিত পেট্রোপণ্যের কর কমিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে জ্বালানির দাম নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। উইন্ডফল ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উইন্ডফল ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরিশোধিত জ্বালানি তেল, বিমানের টারবাইনের জন্য প্রয়োজন হয় এমন জ্বালানি তেল ও ডিজেলের উপর থেকে। উইন্ডফল ট্যাক্স প্রতি টনে ১২,২০০ টাকা থেকে কমানো হয়েছে।

অপরিশোধিত পেট্রলিয়ামে ৯,০৫০ টাকা করা হয়েছে ।সরকারি সূত্রে খবর, এই নতুন হার লাগু হচ্ছে ১৮ই অক্টোবর থেকে। পাশাপাশি উইন্ডফল ট্যাক্স কমানো হয়েছে এটিএফেও। ৩.৫০ টাকা থেকে কমিয়ে ১ টাকা করা হয়েছে প্রতি লিটারে। আগে প্রতি লিটার ডিজেলে উইন্ডফল ট্যাক্স ছিল ৫ টাকা। এই হার কমিয়ে লিটার প্রতি চার টাকা করা হয়েছে।

আরোও পড়ুন : বহু পদ, প্রচুর কর্মী নিয়োগ! কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে খড়গপুর IIT, শিগগিরই আবেদন করুন

একই সাথে সরকারের তরফ থেকে জানানো হয়েছে লেভিও হ্রাস করা হচ্ছে ডিজেলের উপর থেকে। ডিজেলে আগে প্রতি লিটার লেভি দিতে হত ৫.৫ টাকা। এই হার কমিয়ে প্রতি লিটার ৫ টাকা করা হয়েছে। কিছুটা পরিমাণ লেভি কমানো হয়েছে এটিএফেও। লিটারে ৩.৫ টাকা লেভি থেকে কমিয়ে ২.৫ টাকা করা হয়েছে।

petrol pump

নতুন এই চার্জ লাগু হবে ৩০ সেপ্টেম্বর থেকে।উইন্ডফল কর কেন্দ্রীয় সরকার প্রথমবারের জন্য ধার্য করে ২০২২ সালের ১ জুলাই থেকে। যে সকল অপরিশোধিত রেল স্থানীয়ভাবে প্রস্তুত হয় তার ওপর লাগু করা হয় এই উইন্ডফল কর। উইন্ডফল কর কমার ফলে জ্বালানির দাম কমবে কিনা এখন সেটাই আলোচনার বিষয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর