বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শেষ লগ্নে এসেই সুখবর বঙ্গবাসীর জন্য। কিছু জেলায় সামান্য দাম বাড়লেও বাংলার ১০ টি জেলায় কমল পেট্রোল ডিজেলের দাম। লাগাতার পেট্রোল-ডিজেলের মুল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদির কোপে যখন মাথায় হাত মধ্যবিত্তের ঠিক তখনই এহেন সুখবরে উত্তর থেকে দক্ষিণ অবধি খুশির হাওয়া রাজ্যে। আসেন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কমল পেট্রোল ডিজেলের দাম, কোথায় বা বাড়ল, কলকাতাতেই বা আজকের রেট কত।
পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে পশ্চিমবঙ্গের ১০ টি জেলায়। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণায় দাম কমেছে জ্বালানি তেলের। এর মধ্যে কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগণায় প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ দাম কমেছে ৬০ পয়সা। এই দুই জেলায় লিটার পিছু ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৫৬ পয়সা এবং ৫৫ পয়সা।
অন্যদিকে আবার বেশ কিছু জেলায় বেড়েওছে পেট্রোল ডিজেলের দাম। বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, পুর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেই দাম বেড়েছে জ্বালানি তেলের। এদিন জলপাইগুড়িতে পেট্রোলের দাম বেড়েছে সর্বোচ্চ ৪৪ পয়সা এবং এই জেলাতেই ডিজেলের দাম বেড়েছে ৪১ পয়সা প্রতি লিটার।
একাধিক জেলায় দামের পরিবর্তন হলেও কলকাতাতে অপরিবর্তিতই থাকছে জ্বালানি তেলের দাম। বিগত ১০ দিনের মধ্যে দেশে ৯ বার পরিবর্তির হয়েছে তেলের দাম। যার ফলে পেট্রোল ডিজেলের দাম কলকাতায় ছাড়ুয়েছে একশোর গণ্ডি। বৃহস্পতিবার নবমবার মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের প্রতি লিটারের দাম ১১০ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৫ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ২২ পয়সা। এদিনও কলকাতায় জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকায় এই দামেই শহরে বিকোবে পেট্রোল ডিজেল।
একই সঙ্গে ঘোষণা করা হয়েছে রান্নার গ্যাসের সিলিণ্ডার পিছু নতুন দামও। এলপিজি সিলিন্ডার পিছু আজ থেকে ২৫০ টাকা করেই বাড়ছে দাম। যদিও এই মূল্যবৃদ্ধি বাড়ির রান্নার গ্যাসের জন্য হচ্ছে না বলেই খবর। ১৯ কেজির বাণিজ্যিক সিলিণ্ডার পিছু বাড়ছে এই দাম। যদিও তার জেরেও বড়সড় প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে তা বলাই বাহুল্য। ফলে কিছু জেলায় পেট্রোল ডিজেলের দাম কমায় খানিক স্বস্তি মিললেও এলপিজি গ্যাসের এই দাম বৃদ্ধিতে আবারও দুশ্চিন্তার ছায়া সাধারণ মানুষের কপালে।