কলকাতার থেকেও ১০ টাকা কমে পেট্রোল বিক্রি দিল্লিতে! দেখুন, আজকে কোথায় কত দাম

বাংলাহান্ট ডেস্ক : একটানা 264 দিন ধরে অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। গত বছর শেষবারের মতো দেশে কমেছিল জ্বালানির দাম। কেন্দ্রীয় সরকার গত বছর একুশে মে পেট্রলে প্রতি লিটার 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটার 6 টাকা করে কম করে আবগারি শুল্ক। এরপরে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটার পিছু দাম কমেছিল যথাক্রমে 9.5 টাকা এবং 7 টাকা। চলুন জেনে নেওয়া যাক আজ সারা দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল।

কলকাতায় জ্বালানির দাম: জ্বালানির দাম বেশ কিছুটা বেশি কলকাতায়। কলকাতায় 106.03 টাকা লিটারে বিক্রি হচ্ছে পেট্রোল। অন্যদিকে, 92.76 টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে ডিজেল।

দিল্লি: ভারতের অন্যান্য শহরগুলি তুলনায় জ্বালানির দাম কিছুটা হলেও কম দিল্লিতে। পেট্রোলের দাম দিল্লিতে কলকাতা থেকে কম প্রায় ১০ টাকা। 96.65 টাকা প্রতি লিটার দরে দিল্লিতে বিক্রি হচ্ছে পেট্রোল। দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম 89.82 টাকা।

মুম্বাই: মহারাষ্ট্র সরকার গত ১৪ই জুলাই পেট্রল-ডিজেলের উপর কর হ্রাসের সিদ্ধান্ত নেয়। এর ফলে মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের দাম কমে লিটার পিছু যথাক্রমে 5 ও 3 টাকা। আজ 106.31 টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে মুম্বাইতে। এছাড়াও মুম্বাইতে ডিজেলের দাম 94.27 টাকা।

চেন্নাই: চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম 102.63 টাকা। এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে 94.24 টাকায়।

pak petrol price hike

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম নির্ধারিত হয়ে থাকে স্থানীয় করের উপর নির্ভর করেই। সেই কারণেই এক একটি রাজ্যে জ্বালানির দামের ক্ষেত্রে ফারাক দেখতে পাওয়া যায়। প্রতিদিন সকাল ছ’টায়, পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি যথা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রার হার এবং আন্তর্জাতিক বেঞ্চমার্কের দাম অনুসারে জ্বালানির দাম সংশোধন করে থাকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর