পাকিস্তানে পেট্রোল-ডিজেলের আগুন দাম! খাবে না গাড়ি চালাবে, সেই নিয়ে ধন্দে গোটা দেশ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান সরকার তাঁদের দেশের মানুষকে ১লা আগস্টের দিনে তেলের দামি বাড়িয়ে বড়সড় উপহার দিলো। দুধ, সবজি, চিকেন আর মটনের দাম নিয়ে আগে থেকেই সমস্যায় ছিল গোটা পাকিস্তান। এবার মানুষদের স্বস্তি দেওয়ার যায়গায়, উলটে পেট্রোল আর ডিজেলের দাম বাড়িয়ে দিলো ইমরান সরকার। খাওয়া দাওয়া তো আগেই মুশকিল হয়ে পড়েছিল, এবার গাড়ি চালানোও মুশকিল হয়ে গেলো পাকিস্তানে।

Imran Khan

.ইমরান সরকার পেট্রোল আর ডিজেলের দামে ৫ টাকা ১৫ পয়সা এবং ৫ টাকা ৬৫ পয়সা বাড়িয়েছে। আরেকদিকে কেরোসিনের দান ৫ টাকা ৩৮ পয়সা বাড়িয়ে দিয়েছে পাক সরকার। এবার পাকিস্তানে পেট্রোলের দাম ১১২ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে ১১৭ টাকা ৮৩ পয়সা হয়ে গেলো। আর হাই স্পীড ডিজেলের দাম ১২৬ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ১৩২ টাকা ৪৭ পয়সা হয়ে গেলো। কেরোসিনের দাম ৫ টাকা বেড়ে ১০৪ টাকা প্রতি লিটারে পৌঁছে গেলো।

মঙ্গলবার পাকিস্তানের অয়েল এন্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (Ogra) আগস্ট মাসে সরকারকে পেট্রোলিয়াম উৎপাদের দাম ১০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধির কারণে Ogra এই প্রস্তাব দিয়েছিল। সরকারের রাজস্বের কথা মাথায় রেখে আগামীকাল অর্থ মন্ত্রক পেট্রোলিয়াম উৎপাদের দাম বৃদ্ধি নিয়ে সমীক্ষা করবে বলে জানিয়েছিল। Ogra প্রতি লিটার পেট্রোলে ৫.১৫ টাকা, হাই স্পিড ডিজেলে ৫.৬৫ টাকা আর কেরোসিন তেলে ৫.৩৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর