বিশ্বে গড়ে পেট্রোলের দাম বাড়ল ৭টাকা! সবচেয়ে সস্তা তেল বিক্রি করা দেশেও মূল্যস্ফীতির প্রভাব

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৪০ ডলারে পৌঁছেছে। যার ফলে বিশ্বের সব দেশেই এর প্রভাব পড়েছে। এমনকি, যেসব দেশ সবচেয়ে সস্তায় পেট্রোল বিক্রি করে সেখানেও এই দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে পেট্রোলের দাম প্রতি লিটারে গড়ে ৭ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে, গত ১৩২ দিন ধরে, ভারতে অপরিশোধিত দামের এই আকাশছোঁয়া বৃদ্ধির কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। যার ফলে দেশে পেট্রোলের দাম এখনও স্থিতিশীল। যদিও, হংকংয়ে এক লিটার পেট্রোলের দাম লিটার প্রতি ১৮ টাকা বেড়ে ২২০.২০ টাকা হয়েছে।

   

অপরদিকে, ভেনিজুয়েলায় ১ লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে মাত্র ১.৯১ টাকা। জেনে অবাক হবেন যে, বিশ্বের এমন ৫ টি দেশ আছে যেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৫ টাকারও কম। তবে সমগ্র বিশ্বে পেট্রোলের গড় দাম লিটার প্রতি ৯৪.৬০ টাকা থেকে বেড়ে ১০১.২৮ টাকা হয়েছে।

তবে, কর এবং ভর্তুকির কারণে বিভিন্ন দেশে পেট্রোলের দামে একাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। ভারতে পেট্রোলের দাম কিছু রাজ্যে প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গেছে। অপরদিকে ভারতীয় মুদ্রায় পাকিস্তানে পেট্রোলের দাম ৬৪.০৩ টাকা। এছাড়াও, বাংলাদেশে এর দাম ৭৯.১৯ টাকা, শ্রীলঙ্কায় ৮৪.৯৭ টাকা, ভুটানে ৮৬.২৮ টাকা, নেপালে ৯৩.৮০ টাকা, চিনে ১০৩.৮৭ টাকা এবং হংকংয়ে ২২০.২০ টাকা।

জনপ্রিয় ওয়েবসাইট globalpetrolprices.com-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি পাকিস্তানে এক লিটার পেট্রোলের গড় দাম ছিল ৬৩.০৭ টাকা এবং এখন তা বেড়ে ৬৪.০৩ টাকা হয়েছে৷ পাশাপাশি, শ্রীলঙ্কায় পেট্রোলের দাম এখন প্রতি লিটারে ৭৬.৫৪ টাকা থেকে বেড়ে ৮৪.৯৭ টাকা হয়েছে। এছাড়াও, গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে পেট্রোলের মূল্য ছিল ৭৭.৫২ টাকা, এখন সেই দাম দাঁড়িয়েছে ৭৯.১৯ টাকায়।

তবে, এই ১০ টি দেশে পেট্রোলের দাম সবচেয়ে সস্তা:

১. ভেনেজুয়েলায় এক লিটার পেট্রোলের দাম শুনলে যে কেউই অবাক হয়ে যাবেন। এখানে গত ৭ ফেব্রুয়ারিতে এক লিটার পেট্রোলের দাম ছিল ১.৮৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারিতে এই দাম বেড়ে ১.৮৭ টাকা হলেও গত ১৪ মার্চের পরিসংখ্যান অনুসারে এখানে এক লিটার পেট্রোলের গড় দাম বেড়ে ১.৯১ টাকা হয়েছে।

২. বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোলের দামের ক্ষেত্রে ইরানের পরিবর্তে এখন লিবিয়ার নাম দুই নম্বরে। ১৪ মার্চের নিরিখে এখানে এক লিটার পেট্রোলের দাম ছিল ২.৪৭ টাকা।

৩. ইরান এই তালিকায় রয়েছে তিন নম্বরে। এখানে গত ২১ ফেব্রুয়ারি প্রতি লিটার পেট্রোলের দাম ৩.৮৩ টাকা থাকলেও এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে গত ১৪ মার্চ সেই দাম বেড়ে ৩.৯২ টাকা হয়েছে।

৪. সিরিয়ায় এক লিটার পেট্রোলের দাম এখন ২৪.১৪ টাকা। কিছু দিন আগে এখানে পেট্রোলের দাম ছিল ২৩.৬৩ টাকা।

৫. আলজেরিয়াতেও এক লিটার পেট্রোলের দাম ২৪.৪১ টাকা থেকে বেড়ে ২৬.৬১ টাকা হয়েছে।

৬. অ্যাঙ্গোলায় গত ২১ ফেব্রুয়ারি, পেট্রোলের দাম ছিল ২৩.৮১ টাকা। যদিও, ১৪ মার্চ তা বেড়ে ২৬.৬১ টাকা হয়েছে।

1626839139 petrol image 3

৭. কুয়েতে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ এক লিটার পেট্রোলের দাম ছিল ২৫.৯৮ টাকা। যদিও, সেই দাম এখন বেড়ে হয়েছে ২৬.৪০ টাকা।

৮. সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রির দেশগুলোর মধ্যে কাজাখাস্তানের নাম রয়েছে অষ্টম স্থানে। বর্তমানে এখানে এক লিটার পেট্রোলের দাম ৩০.০৮ টাকা।

৯. নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রির দেশগুলির মধ্যে নবম স্থানে রয়েছে৷ এখানেও আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পর পেট্রোলের দাম লিটার প্রতি ২৯.৭০ টাকা থেকে বেড়ে ৩০.৬১ টাকা হয়েছে।

১০. এই তালিকায় দশম স্থানে রয়েছে তুর্কমেনিস্তানের নাম। ওই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ৩২.০৫ টাকা থেকে বেড়ে ৩২.৭৪ টাকায় পৌঁছেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর