প্রতি লিটার পেট্রোলে কত লাভ করেন পাম্প মালিকরা? জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে যত উন্নত হয়েছে মানব সভ্যতা, ততই এসেছে গতি। একটা সময় ছিল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হত জলপথের উপর। আবার স্থলপথে যাতায়াতের মাধ্যম ছিল গরু কিংবা ঘোড়ার গাড়ি। তবে বিজ্ঞানের আশীর্বাদে পেট্রোল (Petrol) ও ডিজেল (Diesel) চালিত যানবাহন যাতায়াতের পথ করে তুলেছে সুগম।

পেট্রোল (Petrol) পাম্পের মালিকের লাভের হিসাব

সাধারণ যাতায়াত হোক কিংবা পণ্য পরিবহণ, সর্বক্ষেত্রেই এখন ভরসা বাস-লড়ি-ট্যাক্সি-বাইক ইত্যাদি। বর্তমানে অধিকাংশ যানবাহনেরই  চালিকাশক্তি পেট্রল (Petrol) বা ডিজেল। আবার সময়ের সাথে তাল মিলিয়ে সিএনজি ও ইলেকট্রিক ভেহিক্যাল জনপ্রিয় হচ্ছে বাজারে। পেট্রোল বা ডিজেল ভরার জন্য রয়েছে নির্দিষ্ট পাম্প।

আরোও পড়ুন : ‘ইচ্ছাকৃতভাবে গাফিলতি করেছে পুলিশ’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

পেট্রোল পাম্পে (Petrol Pump) গিয়ে জ্বালানি ভরানো নিত্যদিনের খুবই সাধারণ একটি ঘটনা। তবে আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে পেট্রোল পাম্পের কর্ণধাররা জ্বালানি বিক্রি করে কত টাকা লাভ করেন? রাজ্য বিশেষে পেট্রোল বা ডিজেলের দাম ভিন্ন হয়ে থাকে। জ্বালানির দাম (Fuel Price) সাধারণত নির্ধারণ করে থাকে জ্বালানি সংস্থাগুলি।

আরোও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত! পড়ুয়াদের কথা মাথায় রেখে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি

সেই দামের সাথে যুক্ত হয় কেন্দ্র ও রাজ্যের কর। অনেক রাজ্য সরকার আবার ভর্তুকি দিয়ে থাকে জ্বালানির উপর। তাই কোথাও পেট্রোলের দাম বর্তমানে ১০৫ টাকা, আবার কোথাও ৯৫ টাকা লিটার। পেট্রোল বিক্রি করে পেট্রোল পাম্পের মালিকরা কত টাকা কমিশন পান সেই বিষয়ে অনেকের মনেই থাকে প্রশ্ন। 

Petrol Pump owner profit details

আপনাদের বলে রাখি, প্রতি কিলোলিটারে ১৮৬৮ টাকা কমিশন পেয়ে থাকে পেট্রোল পাম্পগুলি, অর্থাৎ ১০০০ লিটারে ১৮৬৮ টাকা কমিশন থাকে পেট্রোল পাম্পের মালিকের। সহজ অংকের হিসেবে, প্রতি লিটার পেট্রোলের জন্য পেট্রোল পাম্প মালিক ২ টাকা করে কমিশন পেয়ে থাকেন। আবার বেশ কিছু রাজ্যের পেট্রোল পাম্প মালিকরা প্রতি লিটার পিছু পেয়ে থাকেন ২.৫ টাকা কমিশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর