বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন হয়ে গেছে মিটে গেছে পঞ্চায়েত ভোট। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তবে গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে যে পেট্রোল দেওয়া হয়েছিল, তার দাম এখনো সরকার মেটায়নি। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা হাঁটলেন কড়া পথে। পঞ্চায়েত নির্বাচনের সময় দেওয়া পেট্রোলের দাম মেটানোর দাবিতে আন্দোলন শুরু করলেন পেট্রোল পাম্প মালিকেরা। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের জন্য ৭৫ শতাংশ পেট্রোলের দাম আগাম হিসেবে চাইলেন।
পেট্রোল পাম্প ডিলার সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানাচ্ছেন, ‘২০১৭ থেকে আমাদের ডিলারদের কমিশন সংশোধন করা হয়নি। অথচ এই সাত বছরে মূল্যস্ফীতির হার কীভাবে বেড়েছে, তা সবাই জানেন। এই আবহে আমাদের অবস্থা খুবই সঙ্গীন। এদিকে বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় যে কেন্দ্রীয় বাহিনীকে আমরা যে তেল দিয়েছিলাম, সেই পয়সাও এখনও আমরা পাইনি। গোটা উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে বকেয়া রয়েছে ১৯ কোটি ৩৬ লাখ টাকা।’
আরোও পড়ুন : অনুপ্রেরণা ঠাকুরদা! সবংয়ের ‘দানশীল’ মলয়ের কোটি টাকার জমিতে এবার গড়ে উঠল দমকল কেন্দ্র
সংগঠনের প্রধান জানিয়েছেন, বকেয়া টাকা মেটানোর জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে সরকারের সাথে। সংগঠন প্রধান জানাচ্ছেন, বকেয়া মেটানোর জন্য সরকারকে একাধিকবার চিঠি ও ইমেইল দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে তারা নেমেছেন আন্দোলনে। অন্যদিকে, লোকসভা নির্বাচনের জন্য আবার কেন্দ্রীয় বাহিনী আসবে। তার জন্য দরকার হবে পেট্রোলের। সেই পেট্রোলের ৭৫ শতাংশ টাকা আগাম দিতে হবে বলেও দাবি তুলেছেন তারা।
ডিলার সংগঠনের প্রধানের দাবি সরকারের থেকে বকেয়া টাকা না মেলায় ২৫ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। বকেয়া টাকা দেওয়ার দাবিতে সংগঠনের পক্ষ থেকে আগামী ১৫ই ফেব্রুয়ারি পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ডিলাররা দাবি করেছেন, ‘পাম্প বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য নয়। এই প্রতিবাদের পর কী জবাব পাওয়া যায়, তার দিকে তাকিয়ে আমরা। এরপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’