বাংলাহান্ট ডেস্কঃ চাকরী ক্ষেত্রে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা PF অ্যাকাউন্ট হোল্ডারদের অনেক সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে সেক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের বেশকিছু নিয়ম মানতে হয়। ইপিএফও সদস্যরা এমপ্লয়ী ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিমের অধীনে বীমা কভারের সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে ব্যক্তিকে সর্বাধিক ৭ লক্ষ টাকা বীমা দেওয়া হয়।
এক্ষেত্রে যদি কোন নমিনি ছাড়াই কোন সদস্যের মৃত্যু হয়, সেক্ষেত্রে এই টাকা পাওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়। তবে আগে থাকতে নমিনি করা না থাকলেও, অনলাইনের মাধ্যেম এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
File e-Nomination today to ensure #SocialSecurity for your family/nominee. Members will have to submit certain required documents to nominate there family members/nominee.#EPFO #EPF #Employee pic.twitter.com/N3RwWNCzAO
— EPFO (@socialepfo) September 29, 2021
বর্তমান সময়ে নমিনির তথ্য জমা দেওয়ার জন্যই এই ই-মনোনয়নের সুবিধা শুরু করেছে ইপিএফও। এক্ষেত্রে যাদের নমিনি করা নেই, তাঁর এই পদ্ধতিতে নমিনির নাম, জন্ম তারিখ সবকিছুই আপডেট করতে পারবেন। সঙ্গে এক বা একাধিক নমিনির নামও দিতে পারবেন।
পদ্ধতিঃ
ইপিএফও ওয়েবসাইটে গিয়ে ‘পরিষেবা’ বিভাগে ‘কর্মচারীদের জন্য’ ক্লিক করুন।
এরপর ‘মেম্বার ইউএএন/অনলাইন সার্ভিস (ওসিএস/ওটিসিপি)’ এ ক্লিক করতে হবে।
এবার সেখানে UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
‘ম্যানেজ’ ট্যাবে ‘ই-নমিনেশন’ সিলেক্ট করতে হবে।
এরপর স্ক্রীনে ‘প্রোভাইড ডিটেইলস’ ট্যাব এলে ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে।
পরিবারের ডিটেইলস আপডেট করার জন্য ‘হ্যাঁ’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর ‘অ্যাড ফ্যামিলি ডিটেইলস’এ ক্লিক করে একের বেশি নমিনি যুক্ত করতে পারবেন।
এবারে ওটিপি তৈরি করতে ‘ই -সাইন’-এ ক্লিক করুন।
মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে।
সঠিক স্থানে ওটিপি জমা দিলে, কাজ শেষ।