‘মেক ইন ইন্ডিয়া’-র জয়জয়কার! ব্রহ্মসের পর এবার ভারতীয় হেলিকপ্টার কিনবে ফিলিপিন্স

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India)। এবার সেই ‘মেক ইন ইন্ডিয়া’ আরও একবার সাফল্যের সরণীতে। এবার ভারতের হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড বা হাল-র (HAL) তৈরি অত্যাধুনিক হালকা হেলিকপ্টার বা এডভান্স লাইট হেলিকপ্টার (AHL) কিনতে চলেছে ফিলিপিন্স (Philippines)। তবে মোট কটি হেলিকপ্টার তারা ভারত থেকে কিনবে সেটি এখনও ঠিক হয়নি।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, হেলিকপ্টারের অন্তত একটি গোটা ব্যাচ ফিলপিন্স কিনবেই। একটি ব্যাচে মোট সাতটি হেলিকপ্টার থাকে। ফিলিপিন্স তাদের পুরানো হেলিকপ্টারকে বদলে তার জায়গায় অত্যাধুনিক হেলিকপ্টারকে জায়গা দিতে চাইছে। সেই জন্য যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে হেলিকপ্টারের ব্যাপারে চুক্তি করে ফেলতে চাইছে তারা।

দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে ফিলিপিন্স। চিনের আগ্রাসন মোকাবিলা করার জন্য ফিলিপাইনের ন্যশানাল ডিফেন্স ডিপার্টমেন্ট ভারতের থেকে ইতিধ্যেই ব্রহ্মস কেনার অনুমোদন দিয়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রহ্মস কেনার ব্যাপারে কথাবার্তা পাকা হয়। প্রথম দফায় বেশ কয়েকটি ব্রহ্মস মিসাইল কিনতে চেয়েছে ফিলিপিন্স। ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগকে চুক্তিতে স্বাক্ষর করতেও বলা হয়েছে তাদের। ভারতের কাছে এটি প্রথম বিদেশী অর্ডার।

এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার সহযোগী দেশ হিসেবেই পরিচিত ফিলিপাইন। কিন্তু দেশটি ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মসের প্রতিই ভরসা দেখিয়েছে তারা। এবার সেই ব্রহ্মসের পর নতুন করে চুক্তি হতে চলেছে এডভান্স লাইট হেলিকপ্টারের।

4

সূত্রের খবর ফিলিপিন্স ভারতের প্রস্তাব গ্রহণ করেছে। চুক্তি স্বক্ষরেই রাজি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ভারতের একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যাবে। সেখানেই সম্ভবত চুক্তি স্বাক্ষর হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর