বাংলা হান্ট ডেস্ক: প্রতি কিলোমিটার ৫ টাকা দরে ওলার বাইক সার্ভিস পরিষেবা মিলছে শহরের অলিগলিতে। কম খরচে গন্তব্যে পৌঁছতে পেরে শহরের বাসিন্দাদের অনেকেই খুশি। কলকাতার পর এবার বর্ধমানে বাইক সার্ভিস। একটা আধুনিক শহরে এমন পরিষেবা খুবই প্রয়োজন বলেই মনে করছেন তাঁরা।
তবে বাইকের সংখ্যা বাড়লে রাস্তায় যানজটের সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। টোটো এবং রিকশার জটে এমনিতেই নাভিশ্বাস অবস্থা বর্ধমান শহরের। এই পরিস্থিতিতে অনলাইন এই বাইক পরিষেবা মানুষকে স্বস্তি দিতে পারবে নাকি রাস্তায় ভিড় আরও বাড়বে তা নিয়ে বিতর্ককে পাশে সরিয়ে রেখে অনেকেই এখন হাতের মুঠোয় এই পরিষেবা পেতে আগ্রহী।
এই পরিষেবা শুধু অফিস টাইম নয়, দুপুর অথবা বিকেলেও বাইক সার্ভিসের ভালো চাহিদা রয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শহরে ওলার বাইক সংখ্যা ৫৫টি। তবে এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। শহরের বহু তরুণ এখন ওলার বাইক পরিষেবা দেওয়ার জন্য নিজের বাইকের কাগজপত্র-সহ ড্রাইভিং লাইসেন্স দিয়ে রেজিস্টার করিয়ে সার্ভিস দিচ্ছেন। নিজের মোবাইল থেকে ওলা অ্যাপে গিয়ে লোকেশন অন করে গন্তব্যস্থলের নাম লেখার পরেই চলে আসছে কত টাকা দিতে হবে। কনফার্ম করলে ৩ থেকে ৫ মিনিটের মধ্যেই ওলার বাইক রাইডার হাজির আপনার দেওয়া ঠিকানায়।