বাংলা হান্ট ডেস্ক :- কাজের সূত্রে আজকাল অনেকেই সময়কে কাজে লাগানোর জন্য ফোনে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে কাজ করেন।তবে এই সময়কে কাজে লাগাতে গিয়েই ভবতোষের সময় যে চিরদিনের জন্য থেমে যাবে একথা হয়তো ভাবতেও পারেনি বনগাঁ র বাসিন্দা।
বছর ২৬এর ভবতোষ একটি বেসরকারী সংস্থায় কাজ করার সাথে সাথে একটি বেসরকারি নিউজ ডেস্কে কন্টেন্ট রাইটিং এর কাজ করতেন। প্রতিদিন ৮টা করে আর্টিকেল তাঁকে দিতে হতো। তাই দিনের প্রতিটি মিনিট ই ছিলো অসম্ভব গুরুত্বপূর্ণ। গত রবিবার বেলা ১টা নাগাদ পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়ার সময় ফোন ফেটে মৃত্যু হয় ভবতোষের।
জানা গিয়েছে, রবিবার সকালে ফোনে চার্জ না থাকায় সে পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে কন্টেন্ট লিখতে থাকে, ফোন ক্রমাগত গরম হওয়া সত্বেও ফোন পাওয়ার ব্যাঙ্ক থেকে খোলেননি বা ফোন রেখে দেননি। ক্রমাগত কাজ করতে থাকলে হঠাৎই ফোন ফেটে গরম তরল পদার্থ তার চোখ, কানে, নাকে ঢুকে মৃত্যু হয় তাঁর।