সেই সময় ১৯ হাজার টাকায় মিলত ২ লাখের বুলেট! ৩৬ বছরের পুরনো বিল দেখে অবাক সবাই

বাংলাহান্ট ডেস্ক: দু’লাখি গাড়ির দাম মাত্র ১৯ হাজার টাকা! ভাবছেন এমনও আবার হয় নাকি? এক সময় সত্যিই এমন হত। সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই পুরোনো দিনের জিনিসের বিলের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বর্তমানের তুলনায় আগেকার দিনে দামের কতটা হেরফের ছিল। 

সম্প্রতি একটি পুরোনো রেস্তরাঁর বিলের ছবি ভাইরাল (Viral Bill) হয়। সেখানে দেখা যায়, মাত্র ২৬ টাকায় মানুষ পেট ভরে খেতে পারতেন। ১৯৮৫ সালের সেই বিলের ছবিতে দেখা যায় শাহি পনির পাওয়া যাচ্ছে মাত্র ৮ টাকায়। ডাল মাখনি পাওয়া যাচ্ছে মাত্র ৫ টাকায়। আজকের দিনে এসব ভাবাও যায় না! এ বার তেমনই আরও একটি বিলের ছবি ভাইরাল হয়েছে।

Royal Enfield Bullet 350

এই বিলটি একটি রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসি বুলেট (Royal Enfield Bullet 350 cc) বাইকের। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, বিলটি ১৯৮৬ সালের। অর্থাৎ ৩৬ বছরের পুরোনো। সেই বিলে বাইকের দাম দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, সেই সব দিনই ভাল ছিল। কত ছিল ওই বাইকের দাম জানেন?

ছত্রিশ বছর আগে একটি রয়্যাল এনফিল্ড বুলেটের দাম ছিল মাত্র ১৮ হাজার ৭০০ টাকা! আজ্ঞে হ্যাঁ, প্রায় ১৯ হাজার টাকায় একটি আস্ত বাইক পাওয়া যেত সেই সময়ে। বুলেটের সাধারণ মডেলের দাম লেখা রয়েছে ওই বিলে। এই বিলের ছবি আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে। এখনও অবধি বহু মানুষ ওই বিলের ছবি দেখে ফেলেছেন। 

https://www.instagram.com/p/CmHG5pHpvYn/?utm_source=ig_web_copy_link

একটি বুলেটের এত কম দাম দেখে স্বাভাবিক ভাবেই অবাক হচ্ছেন সকলে। কারণ আজকের দিনে ওই একই বাইকের দাম দু’লক্ষ টাকারও বেশি। নেটিজেনরা বলছেন, সেই সময়েই আসল ‘অচ্ছে দিন’ ছিল। অনেক নেটিজেনই ওই বাইকের মডেলের সঙ্গে তাঁদের পুরোনো স্মৃতির কথা কমেন্টে জানিয়েছেন। কেউ কেউ আবার ওই জমানায় আরও কী কী কম দামে পাওয়া যেত তাও জানিয়েছেন।

১৯৮৬ সালের বিলের ছবি ভাইরাল হওয়ায় অনেক নেটিজেনই স্মৃতির সাগরে ডুব দিয়ছেন। একজন বলেছেন, সেই সময় তাঁর বাবার মাসিক বেতন ছিল ১১০০ টাকা। কেউ আবার বলছেন তাঁরাও একই রকম দামে বুলেট কিনেছিলেন। বলা যেতে পারে, ওই বিলের ছবি সবাইকে একসঙ্গে নস্টালজিক করে তুলেছে। যদিও কেউ কেউ আবার বিলের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, স্রেফ ভাইরাল হওয়ার জন্য ওই বিলের ছবি আপলোড করা হয়েছে। তবে তাতে বুলেটপ্রেমীদের কিছু যায় আসছে না। এমনটাই দেখা যাচ্ছে। 


Avatar
Subhraroop

সম্পর্কিত খবর