নেতাজির পাশে শুভেন্দু ছবি! দলীয় কর্মীদের উপর ধমকালেন মন্ত্রী!

বাংলা হান্ট ডেস্কঃ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে দিনটি উদযাপনের জন্য মেদিনীপুরের জাতীয় সড়কের এ মাথা-ও মাথা জুড়ে বাঁশের গেট লাগানো হয়েছে, আর তার ঠিক পাশেই ফ্লেক্সে রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম। শুধু তাই নয়, মাথার উপরের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল সেখানে। পুরো অনুষ্ঠানের আয়োজন হল, তৃণমূল সমবায় সংগঠন।

abcd 1

কাঁথি থেকে কলকাতায় আসার পথে দুপুরের দিকে এহেন গেটের ছবি দেখে বেজায় চটে যান পরিবহণমন্ত্রী। আয়োজকদের সঙ্গে সঙ্গে ফোন করেন শুভেন্দু। সেই সঙ্গে ধমক দিয়ে বলেন, রাজনীতি করতে গিয়ে সব জ্ঞান হারিয়ে গিয়েছে! নেতাজির ছবির সঙ্গে তাঁর ছবি যাঁরা লাগিয়েছেন তাঁরা আসলে মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীর অপমান করে ফেলেছেন। মেদিনীপুর জেলা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। এই অপমান কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে ওই পোস্টার ব্যানার সরিয়ে ফেলে শুধু নেতাজির ছবি দিয়ে ব্যানার লাগাতে হবে বলে নির্দেশ দিয়েছেন শুভেন্দু!

প্রসঙ্গত, একই ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উদযাপন নিয়েও। বিতর্কে জড়িয়েছিল তৃণমূল কংগ্রে, সোশাল মিডিয়ায় একটি ব্যানারের ছবি ঘুরছিল। তবে ছবিটি আদৌ সত্য কোনও ব্যানারের কিনা তা জানা যায়নি অবশ্য। ব্যানারে নাকি লেখা বিবেকানন্দর জন্ম জয়ন্তী উদযাপন, আর নীচে তৃণমূলের এক নেতার ছবি!

 

 

সম্পর্কিত খবর