বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর মধ্যে এমন অনেক ঘটনা সামনে এসেছে, যা প্রেরণার সাথে সাথে এটাও শিখিয়েছে যে, খারাপ সময়ে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। এরকমই এক ঘটনা সামনে আসছে আসাম থেকে। সেখানে এক বাঙালি গৃহবধূ তাঁর করোনা আক্রান্ত শ্বশুরকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।
৭৫ বছর বয়সী থুলেশ্বর দাসের ছেলে সূর্য শহরে চাকরি করে। ছেলের অনুপস্থিতিতে বৌমা নীহারিকা দাস (Niharika Das) শ্বশুরের দেখাশোনা করে। থুলেশ্বর দাস করোনায় আক্রান্ত হলে চিকিৎসকরা ওনাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। বাড়ি থেকে হাসপাতাল খুব একটা দূরে না। নীহারিকা তাঁর বৃদ্ধ শ্বশুরকে হাসপাতালে নিয়ে আসার জন্য প্রতিবেশীদের সাহায্য নিতে চায়, কিন্তু কেউ এগিয়ে না আসায় নীহারিকা নিজের কাধেই দায়িত্ব তুলে নেয়।
In an amazing display of women-power today, Niharika Das, a young woman from Raha, carried her COVID positive father-in-law, Thuleshwar Das, on her back while taking him to the hospital. However, she too tested positive later.
I wish this inspiration of a woman a speedy recovery. pic.twitter.com/pQi6sNzG0I— Aimee Baruah (@AimeeBaruah) June 4, 2021
নীহারিকা নিজের কাঁধে শ্বশুরকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এত ভালো একটা কাজ করেও নীহারিকা পার পায়নি। সেও করোনায় আক্রান্ত হয়ে পড়ে। স্থানীয় স্বাস্থ্য আধিকারিক থুলেশ্বরকে জেলা কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করানোর পরামর্শ দেয়, আর নীহারিকাকে বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পরামর্শ দেয় ডাক্তাররা।
কিন্তু নীহারিকা বৃদ্ধ শ্বশুরকে একা হাসপাতালে ছাড়ার জন্য রাজি হয়না। এরপর চিকিৎসক সংগীতা ধর আর একজন স্বাস্থ্যকর্মী পিন্টু হীরা তাঁদের প্রাথমিক চিকিৎসা করার পর ১০৮ নম্বর অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। নীহারিকার শ্বশুরের প্রতি ভালোবাসা দেখে আর দুঃসময়ে শ্বশুরের এত খেয়াল রাখা দেখে চিকিৎসকরাও খুব খুশি হন।
সোশ্যাল মিডিয়ায় নীহারিকার সাহসের কাহিনী ভাইরাল হচ্ছে। সবাই নীহারিকার ভূয়সী প্রশংসা করে চলেছে। এই কঠিন মুহূর্তে নীহারিকাই সবার রোল মডেল হয়ে উঠেছে।