মনোকিনীতে ছবি পোস্ট শুভশ্রীর, ধেয়ে এল কটাক্ষের ঝড়

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে যথেষ্ট পরিচিত মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এই মুহূর্তে তাঁর আগামী প্রোজেক্ট ‘আবার প্রলয়’ নিয়ে ভীষন ব্যস্ত অভিনেত্রী। তবে ছবিতে অভিনেত্রী হিসেবে দেখা যাবে না তাঁকে। তিনি রয়েছেন ছবির প্রযোজকের দায়িত্বে। ছবির পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তী।

পুত্রসন্তান হওয়ার পর বেশ কয়েকদিন অভিনয় জগৎ থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছুটিতে মাতৃত্বের স্বাদ নিচ্ছিলেন তিনি। তবে নতুন বছরেই একের পর ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের হাত ধরে নিজের ভোলবদলে দর্শকের দিল জিতে নিয়েছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আগামী ছবি ‘ডক্টর বক্সী’।

Subhashree

তবে এই সবের মাঝেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের স্বীকার অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, মনোকিনিতে সাদা বালির উপর বসে রয়েছেন অভিনেত্রী। পাশে বসে তাঁর এক বান্ধবী। বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এই ছবি পোস্ট করেছেন তিনি।

ক‍্যাপশনে শুভশ্রী লিখলেন, ‘তুমি মোটেই বুড়ো হচ্ছ না। তুমি বরং আরও উপরে উঠছ। তোমার জন্মদিন হট অ্যান্ড হ্যাপেনিং হোক আমার বন্ধু। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’ জবাবে শুভশ্রীর বান্ধবী লিখলেন, ‘পার্টি পার্টি। একসঙ্গে আরও সেক্সি আর হট হব। ধন্যবাদ তোমায়।’

 

এরপরই ধেয়ে আসে নেট নাগরিকদের কটাক্ষের তীর। একজন লিখলেন, ‘সত্যি বলছি বুড়ি লাগছে’। দ্বিতীয় জন লিখেছেন, ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ তবে ট্রোলের পাশাপাশি কমেন্ট বক্স ভরেছে প্রশংসাতেও।

additiya

সম্পর্কিত খবর