গায়ে বালি মেখে ফটোশ্যুট, নিখিল-বান্ধবী সৌরসেনীকে দেখে ফেরাতে পারবেননা চোখ

বাংলাহান্ট ডেস্ক : মডেলিং থেকে অভিনয়। সবেতেই তিনি পারদর্শী। তাঁর কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনের জন্য বরাবরই চর্চায় থাকেন তিনি। বর্তমানে অবশ্য সৌরসেনী মৈত্রের (Sauraseni Maitra) আরও একটি পরিচয় হয়েছে। নুসরত জাহানের (Nushrat Jahan) প্রাক্তন নিখিল জৈনের (Nikhil Jain)বান্ধবী তিনি।

সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিলো নিখিল-সৌরসেনীর প্রেমের গুঞ্জন। যদিও বাস্তবে তাঁরা প্রেম করছেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। একে অপরকে ভালো বন্ধু বলেই দাবি করেছেন তাঁরা।

Sauraseni Maitra

আসলে পোশাক ব্যবস্যায়ী নিখিলের রঙ্গোলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরসেনী। সম্প্রতি কাজের সূত্রেই একসঙ্গে বেনারস গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রাককাশ্যে এসেছিল তাঁদের একটি ভিডিও। সেই থেকেই শুরু হয় বিস্তর জলঘোলা। তবে এত কিছুর পরেও মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।

Sauraseni Maitra

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় মডেল,অভিনেত্রী সৌরসেনী। সম্প্রতি ভক্তদের উদ্দেশ্যে একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর তাঁর ছবি দেখে মুগ্ধ ভক্তরা। ফটোতে দেখা গেছে, সারা গায়ে বালি মেখে শুয়ে আছেন অভিনেত্রী। চোখে তাঁর পাগল করা নেশা। আর অভিনেত্রীর মায়াবী এই চোখ দেখলে রাতের ঘুম উড়বে আপনার। তাঁর কমেন্ট বক্স ভরেছে ভক্তদের কমেন্টে।

২০১২ সালে চিটাগং সিনেমার হাত ধরে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর মৈনাক ভৌমিক এবং অরিন্দম শীল পরিচালিত একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত এই অভিনেত্রী। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে, অরিন্দম শীলের ফেলুদা সিরিজে। গ্যাংটকে হয়েছে এই ছবির শুটিং।

additiya

সম্পর্কিত খবর