বাংলাহান্ট ডেস্কঃ রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’ কবিতায় শিশুটি ভাবে ‘ রোজ কত কী ঘটে যাহা-তাহা / এমন কেন সত্যি হয় না, আহা। ‘। শুধু শিশু কেন আমাদের প্রত্যেকের মনেই রোজই আসে এমন অনেক ভাবনা যা আদতে সত্যি হবার নয়। আবার প্রকৃতিও নিজের খেয়ালে এমন অনেক কিছু সৃষ্টি করেন যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনা আমরা। এমনই প্রকৃতির খেয়ালে জন্ম নিল জঙ্কি। যা গাধা ও জেব্রার প্রেমের ফসল।
গাধা ও জেব্রার প্রেম! বিশ্বাস করতে কষ্ট হয় বৈ কি। তবে প্রকৃতির কাছে কিছুই অসম্ভব নয়। পূর্ব আফ্রিকার কেনিয়ায় অবস্থিত শেল্ড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এমনই এক ঘটনা। গাধা (Donkey) আর জেব্রার (Zebra) মধ্যে। সেই ভালোবাসার নিদর্শন জঙ্কি (zonkey) এর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারা। যা ইতিমধ্যেই নেট পাড়ায় আলোচনার শীর্ষে। প্রতি মুহুর্তে লাইক, কমেন্ট, শেয়ারে হয়ে গিয়েছে ভাইরাল।
জানা যাচ্ছে, গত বছরের মে মাসে, সাভো মোবাইল ভেটেরিনারি ইউনিট কেডব্লিউএস কমিউনিটি ওয়েস্টার্ন থেকে একটি জেব্রা Tsavo National Park থেকে কমিউনিটি বোর্ডিং পার্কে গিয়েছিল।
https://m.facebook.com/story.php?story_fbid=10158201719689889&id=120805694888
সেখানে অন্যান্য গবাদি পশুদের সাথে থাকার পর চুলু জাতীয় উদ্যানে পাঠিয়ে দেওয়া হয় জেব্রাটিকে।এক বছর পরে দলটি জেব্রাকে একটি শিশুর সঙ্গে দেখে। যার গা গাধার আদলে। পায়ে জেব্রার স্টাইপ। যা দেখে হতচকিত হয়ে যায় তারা।
প্রসঙ্গত, এর আগেও কৃত্রিম ভাবে বিজ্ঞানীরা অনেক গুলি সংকর প্রানী তৈরি করেছেন। কিন্তু প্রাকৃতিক ভাবে গাধা ও জেব্রার সংকর এই প্রথম জন্ম নিল বলেই জানা যাচ্ছে।