একটা ছোট্ট ভুল! তাতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড জি বাংলার ‘ফুলকি’

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে এক ঝাঁক বাংলা সিরিয়ালের ভিড়েই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি মেগা সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার ‘ফুলকি’ (Phulki)। এমনিতে বাঙালির বিনোদনের ডেইলি ডোজ মানেই মেগা সিরিয়াল। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই পছন্দের ধারাবাহিক দেখতে বসে পড়েন সকলেই।

সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র ফুলকি (Phulki)

ইদানিং বাংলা সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতোই ব্যাপক চাহিদা রয়েছে বাংলা সিরিয়ালেরও। সময়ের সাথে সাথে এখন অনেক পাল্টে গিয়েছে এই সমস্ত মেগা সিরিয়ালের খোলনলচে। তাই ট্রেন্ডে গা ভাসিয়েই এখন অধিকাংশ মেগা সিরিয়ালের বয়স হয় খুবই অল্প। তবে একথা ঠিক নতুন সিরিয়ালের ভীড়ে এখন প্রতিযোগিতাও অনেক বেশি।

তবে সময়ের সাথে পাল্লা দিয়েই দর্শকমহলে জনপ্রিয়তা বাড়ছে ফুলকি (Phulki) দাসের। তাই এই মুহূর্তে এটি দর্শকদের অত্যন্ত পছন্দের একটি মেগা সিরিয়াল হয়ে উঠেছে।ধারাবাহিকের প্রধান নায়িকা ফুলকির (Phulki) নামেই নামকরণ হয়েছে এই মেগার। এই সিরিয়ালের শুরুতে দেখা গিয়েছিল হাঁপানি রোগী ফুলকির বক্সার হওয়াই স্বপ্ন। 

কিন্তু সময়ের সাথে সাথে এখন এই ধারাবাহিকের গল্প এসেছে অনেক পরিবর্তন।  প্রাক্তন বক্সার রোহিত ওরফে রোহিত স্যারের সাথে বিয়ের পর এখন চুটিয়ে সংসার করছে সে। পর্দায় ফুলকির চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল। আর তাঁর বিপরীতে রোহিতের ভূমিকা রয়েছেন অভিনেতা অভিষেক বসু।

আরও পড়ুন : মহিলা অনুরাগীকে গলা ধাক্কা দিচ্ছেন নিরাপত্তা রক্ষী! মঞ্চে দাঁড়িয়েই মাথা নত করলেন অরিজিৎ

প্রথম সিরিয়ালেই  ফুলকি চরিত্রে দিব্যানীর অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। শুধু তাই নয় পর্দায় রোহিত ফুলকির মিষ্টি রসায়ন দেখেও ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। তাই এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের জুটি হলো রোহিত-ফুলকি। কিন্তু সম্প্রতি এই সিরিয়ালের নায়িকা ফুলকিই পড়েছেন পড়ল তুমুল ট্রোলের মুখে। 

সোশ্যাল মিডিয়ায় রোহিত-ফুলকির একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।  একটা ছোট্ট ভুলের জন্য হাসির পাত্রী হয়েছেন নায়িকা। কিন্তু কি ভাবছেন কি এমন করলেন তিনি? আসলে সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই  ভিডিওতে দেখা যাচ্ছে ফুলকির সাজেই রয়েছেন দিব্যানি। কিন্তু তাঁর কোমরের দিকে চোখ পড়তেই ব্যাস আর হাসি থামছে না করও। 

Phulki

আসলে ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা ফুলকি কোমরে কোমর বন্ধনীর পরিবর্তে পরেছেন গলার হার। আর এই ছোট্ট  বিষয়টাও এড়িয়ে  যায়নি দর্শকদের নজর থেকে। তাই ফুলকিকে কোমর বন্ধনীর পরিবর্তে কোমরে গলার হার পরতে দেখেই শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। তাই  ফুলকির  কাণ্ড দেখে কেউ লিখেছেন,’কোমরে গলার হার’। তো কারও মন্তব্য, ‘কোমরকোমড়বন্ধনীর দাম ১০০টাকা তে হয়ে যেত। এই বাংলা সিরিয়ালের কি অভাব পড়েছে আমার অনেক গুলো আছে একটা পাঠাবো ঠিকানা দাও।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর