নতুন ষড়যন্ত্রে দৃষ্টি হারাল ‘ফুলকি’! কীভাবে হারাবে শালিনীকে? হু হু করে চড়বে TRP

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলায় দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। বছর দুয়েক আগে ‘মিঠাই’ এর জায়গা নেওয়ার সময়ে তুমুল ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিরিয়ালটিকে। কিন্তু সেখানে থেকে ধীরে ধীরে গল্প এবং অভিনেতা অভিনেত্রীদের পারফরম্যান্সের উপরে ভর করে টিআরপি তালিকায় ভালো জায়গায় উঠে এসেছে ধারাবাহিকটি। বেশ কয়েকবার বাংলা সেরাও হয়েছে ফুলকি (Phulki)। এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি লিস্টের প্রথম পাঁচে রয়েছে এই মেগা।

ফের বড় চমক ফুলকি (Phulki) সিরিয়ালে

নিত্য নতুন চমক দেওয়ার জন্য পরিচিত ফুলকি (Phulki)। বক্সিং এর প্রতি ভালোবাসা থেকে ফুলকি আর রোহিতের কাছাকাছি আসা, রায়চৌধুরী পরিবারের উপরে একের পর এক বিপদ থেকে রুদ্ররূপ স্যান্যালের সমস্ত ষড়যন্ত্র দর্শকরা বেশ উপভোগ করেন। বর্তমানে সিরিয়ালের ট্র্যাক অনুযায়ী, রুদ্রর আসল রূপ সকলের কাছেই প্রায় উন্মুক্ত হয়ে পড়েছে। এবার মুখোমুখি লড়াইয়ে নেমেছে ফুলকি (Phulki) রোহিত আর রুদ্র শালিনী।

Phulki will now face shalini in boxing ring

শালিনীর সঙ্গে লড়বে ফুলকি: একজন নয়, একাধিক ভিলেনের সঙ্গে লড়তে হচ্ছে ফুলকিকে (Phulki)। তবে এই সিরিয়ালের যে মূল গল্প, ফুলকির বক্সিং তা থেকে কিন্তু সরে আসেনি ট্র্যাক। শত্রুর সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গে বক্সিং স্কিলও আরো মজবুত করছে ফুলকি (Phulki)। আর এবার সরাসরি শালিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে সে।

আরো পড়ুন : ঝগড়া দিয়ে প্রেমের শুরু, সব ঠিক হয়েও ভাঙল বিয়ে! সিরিয়ালের গল্পই বাস্তব হল নায়কের জীবনে

কী চলছে সিরিয়ালে: দর্শকরা জানেন, সম্প্রতি বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসেবে শালিনীর বদলে ঘোষণা করা হয়েছে ফুলকির (Phulki) নাম। আর তার পরেই সবার সামনে ফুলকিকে বক্সিং ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে শালিনী মিত্র। প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেলেও মা কালীর আদেশে ‘শাকচুন্নি’র সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় ফুলকি (Phulki)। এর মাঝেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো।

আরো পড়ুন : নায়িকার সঙ্গে বিবাদের জের, ছাড়তে হচ্ছে সিরিয়াল! মুখ খুললেন জি বাংলার নায়ক

সেখানে দেখা গিয়েছে, ফের ষড়যন্ত্রের শিকার হয়েছে ফুলকি (Phulki)। নিজের দৃষ্টিশক্তি হারিয়ে বসেছে সে। শালিনী যখন ভাবে, ফুলকিকে সে হারিয়ে দিতে পেরেছে ঠিক তখনই দেখা যায়, কালো চশমা পরে বক্সিং রিংয়ে হাজির ফুলকি। তবে কি অন্ধ অবস্থাতেই ম্যাচ খেলবে ফুলকি? কীভাবে জিতবে শালিনীর বিরুদ্ধে। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর