ভালো আছেন, হাসপাতালে রাখার কোনও প্রয়োজন নেই! জ্যোতিপ্রিয়কে নিয়ে জানিয়ে দিল মেডিক্যাল বোর্ড

বাংলাহান্ট ডেস্ক : রেশন দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে গ্রেফতার হওয়ার পরে আদালতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। কোনও রকম ঝুঁকি না নিয়ে এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যায় হাসপাতালে।

আদালতের বাইরে এসে মন্ত্রীর আইনজীবী জানান, “গ্যাজলা বেরোচ্ছে মন্ত্রীর মুখ থেকে। এই মুহূর্তে খুব একটা ভালো দেখলাম না শারীরিক পরিস্থিতি। হাইলি ডায়াবেটিক এবং কিডনি এফেকটেড। চিকিৎসকেরা জানিয়েছেন যদি সময় মতো কিডনির ওষুধ ও খাবার না দেওয়া হয় তাহলে ডায়ালিসিস করতে হবে।”

আরোও পড়ুন : ভরসা শুধুই টিউশনি, এদিকে আয় কোটি কোটি! ‘অপরাধ’ কী, বোঝেনই না জ্যোতিপ্রিয়র কন্যা

হাসপাতালে ভর্তি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই জানা যাচ্ছে ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে প্রাক্তন খাদ্য মন্ত্রীর। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্পষ্ট করে মেডিকেল বোর্ড জানিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে সুস্থ রয়েছেন এবং হাসপাতালে থাকার প্রয়োজন নেই। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ রয়েছেন।

আরোও পড়ুন : হু হু করে বাড়বে রিচার্জের খরচ, পকেটে পড়বে টান! Jio প্রেসিডেন্টের কথায় চিন্তায় গ্রাহকরা

তিনি শারীরিকভাবে সক্ষম জেরার মুখোমুখি হতে। ইডি সিদ্ধান্ত নেবে কখন তারা মন্ত্রীকে হেফাজতে নেবে। হাসপাতালের পক্ষ থেকে তাকে নিয়ম করে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যখন জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতাল থেকে ছাড়া পাবেন তখন থেকেই শুরু হবে তার হেফাজতের সময়।

balu

আদালত চত্বরে জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থ হওয়া নিয়ে যদিও কটাক্ষ করেছিলেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, ‘মন্ত্রী নাটক করছেন ‘। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, যদি ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের মৃত্যু হয় তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর