বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ গড়ে তুলতে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নবজোয়ার যাত্রা নিয়ে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে আলিপুরদুয়ার, মালদা থেকে মুর্শিদাবাদ, মঙ্গলবার পানাগড়ে পৌঁছে যান অভিষেক। যে কোনো সভাতেই নেতার সঙ্গে দেখা করতে আগ্রহী জনতার ভীড় চোখে পড়ার মতো। আর মঙ্গলবার তার সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন এক প্রতিবন্ধী যুবক (Physically Abled Youth)।
শুধু তাই নয়, একগুচ্ছ অভিযোগ নিয়ে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হলেন সেই প্রতিবন্ধী যুবক। আকবর আলি নামের সেই যুবকের অভিযোগ, “পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur) স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড অঞ্চলে নিত্য দিন বেড়ে চলেছে নেশার কারবার। পাশাপাশি চলেছে অসামাজিক কার্যকলাপ। রাত-দিন তরুণ প্রজন্মের অনেকেই নেশাগ্রস্থ হয়ে থাকছেন।”
যুবকের আরও অভিযোগ, এই বিষয়ে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। কোনো হেলদোল নেই তাদের, তাই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই দুর্গাপুর থেকে বাসে চড়ে পানাগড় পৌঁছেছেন তিনি।
জানা গিয়েছে, প্রতিবন্ধী সেই যুবক পেশায় ডেলিভারি বয়। মঙ্গলবার অভিষেক যখন পানাগড়ের গুরুদ্বারে জনসংযোগে আসেন সেখানেই সকলকে অনুরোধ করে নেতার সঙ্গে দেখা করেন যুবক। আকবরকে দেখে মাটিতে বসেই তার সমস্ত অভিযোগ শোনেন অভিষেক।
আকবর অভিষেককে অনুরোধ করে বলেন, তরুণ প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে যাতে তিনি সঠিক পদক্ষেপ নেন, পুলিশ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।