বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার রাত্রি থেকেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্কের (State Bank of India) অনলাইন অ্যাপ্লিকেশন YONO অ্যাকাউন্ট! ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্কের বহু গ্রাহকের কাছেই এই ধরনের মেসেজ পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, এসএমএসের সাথে জুড়ে দেওয়া হচ্ছে বিশেষ লিঙ্ক। আর এই লিঙ্কে ক্লিক করেই নিজের প্যান কার্ড নম্বর আপডেট করতে বলা হচ্ছে। এবার আপনি যদি একবার সেই লিঙ্কে ক্লিক করেন তাহলেই আপনি পড়ে যাবেন মহা ফ্যাসাদে।
বিশেষ সূত্রের মারফত জানা গেছে, এই রকম ভুয়ো মেসেজের মাধ্যমেই বোকা বানানো হচ্ছে আমজনতাকে। আপনার যদি SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তবে এই খবরটি আপনার জন্য ভীষণ দরকারি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, অনলাইন অ্যাপ প্রতিক্ষেত্রে ব্যবহার করার সময় বিশেষভাবে সতর্ক হতে হবে। আপনিও যদি সম্প্রতি এমন কোনও বার্তা পেয়ে থাকেন, তাহলে কোনোভাবেই এর উত্তর দেবেন না।
সূত্রের খবর, মেসেজটি ভাইরাল হওয়ার পরেই ভাইরাল পিআইবি ফ্যাক্ট চেক করা হয়। এরপরেই প্রকাশ্যে আসে আসল তথ্য। ফ্যাক্ট চেক করে দেখা যায় যে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে গ্রাহকদের উদ্দেশ্যে কোনও এসএমএস বা মেইল করা হয়নি। পাশাপাশি আরোও জানানো হয়, এই সম্পূর্ণ ভুয়ো বার্তাটি আপনি যদি শেয়ার করেন, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, PIB ফ্যাক্ট চেক গ্রাহকদেরকে নিজের ব্যক্তিগত তথ্য কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে। ব্যাঙ্ক কখনই গ্রাহকের তথ্য ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জিজ্ঞাসা করে না বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেক ‘পিআইবি ফ্যাক্ট চেক’ জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড না করার নির্দেশ দেয়েছে। সব মিলিয়ে, ব্যাঙ্ক সম্পর্কিত কোন তথ্যের সত্যতা যাচাই করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।