আজ রাত ৯টার পর বন্ধ হয়ে যাবে আপনার ঘরের বিদ্যুৎ! বড় আপডেট জারি করল সরকার

বাংলাহান্ট ডেস্ক: আপনি কি আপনার বাড়ির ইলেকট্রিক বিল মিটিয়েছেন? যদি না হয়, তাহলে আজ রাত ৯ টায় আপনার সংযোগ কেটে দেওয়া হবে। তাই আজই ইলেকট্রিক বিল জমা দিন। বহু মানুষই এমন মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন। বিদ্যুৎ মন্ত্রকের নাম করে এই পাঠানো হচ্ছে এই মেসেজটি (Fake Power Supply Message)। এটি কি আদৌ সত্যি? না প্রতারকদের পাতা ভয়ানক একটি ফাঁদ?

প্রচুর মানুষ ইদানিং এমন মেসেজ পেয়েছেন। যেখানে তাঁদের বলা হয়েছে, বিদ্যুৎ সংযোগ চালু রাখতে বিল মেটানোর কথা। ওই মেসেজে আরও বলা হয়েছে, সংযোগ চালু রাখতে বিদ্যুৎ দফতরের দেবেশ জোশী নামক এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে।

fake power supply sms

একইসঙ্গে বিল আপডেট করার জন্য একটি নম্বরও দেওয়া হয়েছে। এই মেসেজ পেয়ে বহু মানুষই বিভ্রান্ত হয়ে ওই নম্বরে ফোন করেছেন। তাতেই ঘনিয়ে এসেছে বিপদ। ওই নম্বরটি আসলে ভুয়ো। প্রতারকরা ওই নম্বরের মাধ্যমে মানুষের লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। মেসেজ বা সোশ্যাল মিডিয়া পোস্টে দেওয়া নম্বরে ফোন করে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ।

পুলিশ সূত্রে খবর, অতীতেও এমন বহু ঘটনা ঘটেছে যেখানে প্রতারকরা এভাবে প্রতারণা করেছে। মানুষের মোবাইলে মেসেজ করে বলা হয়েছে বিদ্যুতের বিল না দিলে সেদিন রাত ৯টার সময় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু এগুলি আদতে ভুয়ো মেসেজ। 

metre boxes

সরকারি সংস্থা পিআইবি সম্প্রতি এই মেসেজের সত্যতা যাচাই করেছে। তারা জানিয়েছে, বিদ্যুৎ মন্ত্রকের তরফে উপভোক্তাদের কাছে এমন কোনও মেসেজই করা হয়নি। একইসঙ্গে তারা জানিয়েছে, এই ধরনের মেসেজ আসলে প্রতারকদের কাজ। নিরীহ মানুষকে তাদের জালে ফাঁসিয়ে তাঁদের থেকে টাকা আদায় করার উদ্দেশ্যে এমন মেসেজ ছড়ানো হচ্ছে। 

পিআইবি এই ধরনের মেসেজ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করতেও নিষেধ করেছে তারা। টুইট করে তারা জানিয়েছে, এই মেসেজ আসলে ভুয়ো। সেই সঙ্গে মানুষকে এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করতেও বারণ করেছে তারা। 

Subhraroop

সম্পর্কিত খবর