ভারত-পাক উত্তেজনার আবহে ছেয়ে গিয়েছে ভুয়ো ভিডিও! কোনগুলি ফেক? চিনিয়ে দিল PIB

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চরমে উঠেছে ভারত-পাকিস্তান (India Pakistan) সংঘাত। বুধবার থেকেই ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা করছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এই উত্তেজনার আবহেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো ভিডিও। যা থেকে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এবার এমনই ৭টি ‘ফেক ভিডিও’ (Fake Video) চিহ্নিত করে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau)। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৬:৩০ টার মধ্যে এই ভিডিওগুলি চিহ্নিত করা হয়েছে।

ভুয়ো ভিডিও ছড়াতেই ‘অ্যাকশনে’ পিআইবি (Press Information Bureau)!

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে জলন্ধরে পাকিস্তান ড্রোন হামলা করেছে বলে দাবি করা হয়। যা ঘিরে অনেকের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এটি একটি ‘ফার্ম ফায়ার’ ভিডিও। সংশ্লিষ্ট ভিডিওয় সময় উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা ৭:৩৯। তবে ড্রোন হামলা তারও পরে হয়েছিল।

আরেকটি ভাইরাল ভিডিওয় আবার দাবি করা হয়, পাক সেনা ভারতীয় সেনার ’২০ রাজ ব্যাটেলিয়ন’ নামের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। পিআইবি (PIB) জানিয়েছে, ভারতীয় সেনায় এমন কোনও ঘাঁটিই নেই।

আরও পড়ুনঃ যুদ্ধের আবহেই জলকষ্টে ভুগবে পাকিস্তান? সিন্ধু জলচুক্তি নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনার (Indian Army) এক ঘাঁটিতে ফিদায়িন হামলার তথ্যও প্রচুর ভাইরাল হয়েছিল। প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে, ইন্ডিয়ান আর্মির কোনও ইউনিটেই এই ধরণের কোনও ঘটনা ঘটেনি। সমাজমাধ্যমে ভাইরাল আরেকটি ভিডিওয় আবার দাবি করা হয়, ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান। সেই ভিডিওটিও ‘ফেক’ বলে জানিয়েছে পিআইবি।

এই রকমই মোট ৭টি ভাইরাল ভিডিওকে (Viral Video) ‘ভুয়ো’ বলে চিহ্নিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। ভারতবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশে এই ধরণের ভিডিও ভাইরাল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর নেপথ্যে বেশ কিছু সমাজমাধ্যম ও পাকিস্তানের মূলধারার সমাজমাধ্যম রয়েছে বলে সন্দেহ অনেকের।

Press Information Bureau

বিগত কয়েকদিনে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যত বেড়েছে, ততই সামনে এসেছে এমন নানান ভিডিও। এর মধ্যে অনেকগুলিই আবার ফেক! ভারতীয়দের মনে যাতে আতঙ্ক তৈরি না হয়, সেই কারণে ভুয়ো ভিডিও চিহ্নিত করতে শুরু করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau)। বিগত কয়েক ঘণ্টায় এমনই একাধিক ফেক ভিডিওর কথা জনসমক্ষে তুলে ধরেছে পিআইবি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X