মনোনয়ন দাখিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে গাড়ি উল্টে জখম ২৫ তৃণমূল কর্মী! সবারই অবস্থা আশঙ্কাজনক

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে বড়সড় দুর্ঘটনার শিকার তৃণমূল কর্মীরা। একটি পিকআপ বয়ান উল্টে জখম হয়েছেন ২৫ জন তৃণমূল কর্মী। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দক্ষিণ দিনাজপুরের চার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চারিদিকে ছিলে সাজোসাজো রব। আয়োজন করা হয়েছিল একটি শোভাযাত্রারও। ওই শোভাযাত্রায় পিকআপ ভ্যান করে যোগ দিতে আসা তৃণমূল কর্মীরা দুর্ঘটনার শিকার হন। পতিরাম থানা এলাকার পাগলিগঞ্জে পিক আপ ভ্যানটি পাল্টি খায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন কর্মী জখম হন। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় হবালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

van

সোমবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে তৃণমূল প্রার্থী তোরফ হোসেন, গৌতম দাস, কল্পনা কিস্কু এবং শেখর দাশগুপ্তের মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠান ছিল। চার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার জন্য একটি বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ওই শোভাযাত্রার চারটি বিধানসভা কেন্দ্রের হাজার হাজার তৃণমূল কর্মী যোগ দিতে আসেন।

বোল্লা থেকে একটি পিক আপ ভ্যান করে ২৫ থেকে ৩০ জন কর্মী ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য রওনা দেন। কিন্তু পতিরাম থানা এলাকায় পাগলিগঞ্জের কাছে পোল্লা পাড়ায় একটি বাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পিক আপ ভ্যানের চালক। এরপর গাড়িটি পাল্টি খায়। ঘটনায় গাড়িতে থাকা সমস্ত তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে।

আহত তৃণমূল কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও, এই দুর্ঘটনার পরেও শোভাযাত্রায় খামতি দেখা যায়নি। সারম্বরেই শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিয়েছেন চার তৃণমূল প্রার্থী। আগামী ২৬ এপ্রিল ওই চার কেন্দ্রে নির্বাচন হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর