করিশ্মার জন্মদিন, করোনা বিধি শিকেয় তুলে জমিয়ে পার্টি করিনার ‘গার্ল গ‍্যাং’এর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করিনা কাপুর খান (kareena kapoor khan) ও তাঁর ‘গার্ল গ‍্যাং’ এর কথা কে না জানে। করিনা, দিদি করিশ্মা কাপুর (karishma kapoor), মালাইকা অরোরা, অমৃতা অরোরা সহ আরো কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে এই গার্ল গ‍্যাং। বলিপাড়ায় যথেষ্ট পরিচিতি আছে এই গ‍্যাংয়ের। তাদের জমকালো পার্টির ছবি মাঝে মাঝেই ভাইরাল হয় নেটদুনিয়ায়।

কাজেই করিশ্মার জন্মদিনে (birthday) পার্টি হবে না তা কি হয়? ২৫ জুন ৪৭ বছরে পা দিলেন তিনি। আর সেই উপলক্ষেই করোনা বিধি শিকেয় তুলেই চলল পার্টি। করিনা ও সইফ আলি খান এদিন বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন করিশ্মা ও পার্টিতে উপস্থিত অন‍্য অতিথিদের জন‍্য। সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টি। আনা হয়েছিল একটি বড় চকলেট কেক ও কয়েকটি কাপ কেক।


করিনা, সইফ ছাড়াও করিশ্মার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মার দুই ছেলে মেয়ে, সাইমাইরা ও কিয়ান, অমৃতা অরোরা, হাসিনা জেঠমালানি সহ আরো কয়েকজন বন্ধুবান্ধব। পার্টির জন‍্য কালো, সোনালি ডিজাইনার টপের সঙ্গে কালো প‍্যান্টে সেজেছিলেন করিশ্মা। করিনার পরেছিলেন গোলাপি ও সাদার মিশেলে আরামদায়ক লাউঞ্জ ওয়‍্যার।

https://www.instagram.com/p/CQiFhQxrOwo/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CQg-3TYBLp2/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CQiDp_VpqUt/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CQibmhVJiDk/?utm_medium=copy_link

করিনা, করিশ্মা, অমৃতা সকলেই পার্টির বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি রিল ভিডিও শেয়ার করেছেন করিনা। সঙ্গে লিখেছেন, ‘আমার চেনা সবথেকে সাহসী, শক্তিশালী ও মূল‍্যবান মানুষটাকে জানাই শুভ জন্মদিন। আমার দিদি, আমার প্রিয় বন্ধু, আমার দ্বিতীয় মা ও আমাদের পরিবারের মধ‍্যমণি। আমার একসঙ্গে খেলে চাইনিজ খাবারের স্বাদ বেড়ে যায়। আমার মতো তোমাকে কেউ ভালবাসে না। আমি মাঝে মাঝে এও ভাবি বড় দিদিটা কে, অবশ‍্য ওটাই সবথেকে ভাল ব‍্যাপার। আমার লোলো’।

সম্পর্কিত খবর

X