বাংলাহান্ট ডেস্কঃ কি নিদারুন কষ্ট, দীর্ঘক্ষন ধরে শ্বাসকষ্ট হচ্ছে করোনা আক্রান্ত এক বৃদ্ধার। তবুও তার দিকে ফিরে চাইল না কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Calcutta Medical College and Hospital)। জরুরি বিভাগের বাইরে পড়ে রইলেন ৭০ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা, দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টে কাতরালেন অ্যাম্বুল্যান্সেই।
তারপরে কোনও রকমে ভর্তি হয়ে গেলেও মাটিতেই পড়ে রইলেন তিনি। প্রায় ঘন্টাখানেক হবে। তার পরে নিজেই উঠে কোনও রকমে খুঁড়িয়ে হেঁটে, শরীরটা টেনে নিয়ে গেলেন ভিতরে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই এতটা সময়ে হাসপাতাল থেকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেননি। স্ট্রেচার পড়ে ছিল সামনে, কিন্তু তাতে চাপিয়ে নিয়ে যাওয়ার মতো কর্মী মেলেনি কোথাও। মেলেনি হুইলচেয়ারও! কর্মী সংকট ও সমন্বয়ের অভাবে বাস্তব পরিস্থিতি নাকি এতটাই খারাপ হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে।
মঙ্গলবারের এই বৃদ্ধার ঘটনায় অবশ্য অভিযোগের আঙুল উঠেছে আরজিকর হাসপাতালের বিরুদ্ধেও। অভিযোগ, সরকারি হাসপাতালের রোগীকে অ্যাম্বুল্যান্সে চাপিয়েই দায় সেরেছে তারা। কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে সঙ্গে পাঠানো হয়নি কলকাতা মেডিক্যাল কলেজে বৃদ্ধাকে ভর্তি করানোর জন্য।
জানা গিয়েছে, বৃদ্ধার বাড়ি বিরাটিতে। নীলাবালা পাল (৭০) অসুস্থ ছিলেন গত কয়েক দিন ধরে। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কয়েক দিন পরে করোনা পরীক্ষা হয় তাঁর, আজ রিপোর্ট আসে পজ়িটিভ। তখনই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।