বাংলা হান্ট ডেস্কঃ এই বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 29 শে মার্চ কিন্তু তারপরই বিশ্বজুড়ে শুরু হয় করোনা ভাইরাস সংক্রমণ। আর সেই কারণেই এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আইপিএল হতে চলেছে।
যেহেতু ভারতবর্ষে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে সেই কারণে এবার ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হতে চলেছে এবারের আইপিএল। আইপিএলের নিরাপদ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীকেই বেঁছে নিয়েছে বিসিসিআই। আর কয়েকদিন পরেই অর্থাৎ আগামী 19 শে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহী মাটিতে শুরু হতে চলেছে আইপিএল। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
আর এরই মধ্যে করোনা আবহে এবারের আইপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ন এর নাম ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। পিটারসেনের মতে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস দলে তরুণ ও অভিজ্ঞতার দারুন সংমিশ্রণ রয়েছে। এছাড়াও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইআর একজন অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ক্রিকেটার। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই দিল্লিকে এবারের আইপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিলেন কেভিন পিটারসেন।