বিগত ১২ মাসে রেল দুর্ঘটনায় ১ জন যাত্রীরও প্রাণ যায়নি: রেলওয়ে মন্ত্রী

করোনা ভাইরাসের এই খারাপ পরিস্থিতিতে রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে বলেছিলেন, “ইতিহাসে প্রথমবারের মতো, রেল দুর্ঘটনায় গত বারো মাসে কোনও যাত্রী প্রাণ হারাননি। আর এর পাশাপাশি তিনি এও জানান এখন আমরা নিশ্চিত হয়ে কাজ করছি আর কভিড -১৯ এর কারণে কোনও ভারতীয় তাদের জীবন যাতে না হারায়। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে

ভারতীয় রেলওয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে করোনা ভাইরাস নিয়ে  । আর  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বিচ্ছিন্নতা স্থাপনের জন্য ৫, ০০০ রেল কোচ পরিবর্তন করা হয়েছে।

italy coronavirus doctor 1

এই জন্য ভারতীয় রেলওয়ে ৩.২ লক্ষ বিছানা এবং পৃথক বিছানা এবং ২০,০০০ কোচ সংশোধন করছে।  করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১১০০।

উত্তরাঞ্চল রেলওয়ে কর্মশালা সরঞ্জাম ও চিকিত্সা সুবিধাগুলির উত্পাদন বৃদ্ধি করে এই মারাত্মক মহামারী কাটিয়ে উঠতে অনেক চেষ্টা করেছে।  COVID-19 বা করোনভাইরাসকে মোকাবেলায় রেলপথ উচ্চ-স্তরের স্যানিটেশন বজায় রাখার চেষ্টা করছে। এসবের মধ্যে তারা চেষ্টা করছে ভারতের মানুষ যারা কোরোনায় আক্রান্ত তাদের দ্রুত সুস্থ করে তুলতে।

সম্পর্কিত খবর