DA দেওয়ার নাম নেই, এত টাকা দুর্গাপুজোর অনুদান! একের পর এক জনস্বার্থ মামলা হাইকোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান ১৫ হাজার টাকা (Durgapujo Donation) বাড়িয়েছে রাজ্য সরকার। সম্প্রতি পুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর সেই অনুদান নিয়ে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

দুর্গাপুজোর অনুদান নিয়ে হাই কোর্টে ফের জনস্বার্থ মামলা (Calcutta High Court)

এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে পুরানো মামলাতেই নতুন করে আবেদন করলেন সৌরভ দত্ত নামক এক ব্যক্তি। হাই কোর্টে তার হয়ে আইনজীবী শামীম আহমেদের সওয়াল, বহুদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই ডিএ মেটাতে পারছে না সরকার। পাশাপাশি রাজ্যে সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা-সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না। এদিকে বছরের পর বছর দুর্গাপুজোর অনুদান বাড়ানো হচ্ছে।

মামলাকারীর আইনজীবীর সওয়াল, বিগত বছরগুলিতে ক্লাবগুলি aঅনুদানের টাকা কীভাবে খরচ করেছে আগে সেই সংক্রান্ত হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হোক আদালত তরফে। এছাড়া প্রতি বছর পুজোর অনুদান বেড়ে চলেছে। এই টাকার উৎস কী? রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক।

এদিন আদালতে এই অনুদান নিয়ে কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানান মামলাকারীর আইনজীবী। প্রসঙ্গত, লোকসভা ভোটে বিরাট সাফল্যের পর এবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।

Calcutta High Court

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ মমতার! হল বড় ঘোষণা

গত বছর ক্লাবগুলির জন্য ৭০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা করেছিল রাজ্য সরকার। এর এবার এক লাফে অনুদান বেড়েছে হয়েছে ৮৫০০০। শুধু তাই নয়, ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয়েছে রাজ্যের তরফে। এদিকে আগামী বছর নিয়েও বড় ঘোষণা করে মমতা জানান, ২০২৫-এ দুর্গাপুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর