বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি! মমতার স্বাস্থ্যদফতরকে পার্টি করে জনস্বার্থ মামলা হাইকোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ শহর জুড়ে শিশুদের সর্দি-কাশি-জ্বর! যা নিয়ে ক্রমশই আতঙ্ক বাড়ছে বাবা-মা দের মনে। অন্যদিকে, সম্প্রতি এক রিপোর্ট পেশ করে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগ (Health Department) তরফে জানানো হয়েছে, শহরে একটি শিশুও (Children) অ্যাডিনো ভাইরাস (Adenoviruses) আক্রান্ত নয়। এই নিয়েই বুধবার জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের করা হয়েছে এক জনস্বার্থ মামলা। যাতে স্বাস্থ্যদপ্তরকে পার্টি করা হয়েছে।

শহরের হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা, স্বাস্থ্যদপ্তরকে অ্যাডিনো ভাইরাস নিয়ে হেল্পলাইন, গাইডলাইন এবং নির্দেশিকার ব্যবস্থা ইত্যাদি দাবি নিয়ে বুধবার এই মামলা দায়ের করা হয়েছে। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা

গত ফেব্রুয়ারী মাসে আশাকর্মী সহ কলকাতা পুরসভার নার্স ও স্বাস্থ্যকর্মীরা শহরের মোট ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর সেই সমক্ষার রিপোর্ট জমা করা হয়। এরপর গতকালই ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “এই মুহূর্তে অ‌্যাডিনো নিয়ে অনেক অভিভাবক আতঙ্কিত। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার একজন শিশুও অ‌্যাডিনো ভাইরাসে আক্রান্ত নয়।”

high court

পাশাপাশি, অতীনবাবু জানান, ” আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের স্বাস্থ‌্যকর্মীরা বাড়িতে বাড়িতে পরিদর্শনে গিয়েছে। তথ‌্য সংগ্রহ করেছে শিশুদের স্বাস্থ‌্য নিয়ে। দিয়েছে উপযুক্ত পরামর্শ। দেখা গিয়েছে কিছু শিশুর সর্দি, কাশি রয়েছে। তাদের প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে এসে বিনামূল্যে ওযুধ দেওয়া হয়েছে।”

শুধু তাই নয়, শহরে একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ এক প্রকার অস্বীকার করেছেন ডেপুটি মেয়র। তিনি বলেন, যেসকল শিশুরা মারা গিয়েছে তাদের অধিকাংশই এ রাজ্যের নয়। অনেকে আবার ভিন রাজ্য থেকে ঘুরে এসে অসুস্থ হয়ে পড়েছে। এরপর জোর গলায় অতীনবাবু জানান, কলকাতায় খুঁজেও অ‌্যাডিনো ভাইরাসের একজন রোগীও মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর