বগটুই কাণ্ডে ক্ষতিপূরণ বেআইনি! হাইকর্টে রাজ্যের বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা

বাংলাহান্ট ডেস্ক : আবারও শিরোনামে বগটুই হত্যা মামলা। এবার বগটুই কান্ডে ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে। সোমবারই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় এই জনস্বার্থ মামলা। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী ২ সপ্তাহের মধ্যেই রাজ্যকে হলফনামা জমা দিতে হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত ২১ মার্চ রামপুরহাটে স্থানীয় এক পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা বাজি করে খুন করা হয়। এরপর সেদিন রাতেই রামপুরহাটের বগটুই গ্রামে চলে হত্যালীলা। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া খুন। কুপিয়ে খুন করা হয় অনেককেই। পুরো ঘটনায় মৃত্যু হয় প্রায় ৯ জনের। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

ঘটনায় শাসকদলের নাম জড়িয়ে সোচ্চার হয় বিরোধী শিবির। নালিশ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছেও। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং চাকরি দেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘটনাতেই যেন ঘৃতাহুতি হয় বিতর্কের আগুনে।

রাজ্যের তরফে এই ক্ষতিপূরণ এবং চাকরি আইন মেনে হয়নি এই অভিযোগেই এবার মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ এভাবে ক্ষতিপূরণ দিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর এহেন জনস্বার্থ মামলার জেরে ২ সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারকে আদালতের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার শুনানি হবে আগামী ২৬ জুলাই। তবে এই মামলার জেরে যে খানিক বিপাকে পড়ল রাজ্য সরকার তেমনটাই মত পর্যবেক্ষক মহলের একাংশের।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর