বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল বঙ্গ বিজেপি (BJP) এবং বামফ্রন্টের (Left Front) ১৭ জন বিধায়ক এবং সাংসদের বিরুদ্ধে। অভিযোগ বিভিন্ন সময়ে এই সমস্ত নেতা মন্ত্রীদের সম্পত্তি বহুগুণ করে বৃদ্ধি পেয়েছে। অভিজিৎ সরকার নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে (Kolkata High court)।
কাদের নাম আছে এই তালিকায়?
১) শুভেন্দু অধিকারী
২) শিশির অধিকারী
৩) দিব্যেন্দু অধিকারী
৪) লকেট চট্টোপাধ্যায়
৫) দিলীপ ঘোষ
৬) সৌমিত্র খাঁ
৭) মনোজ ওরাঁও
৮) আব্দুল মান্নান
৯) মিহির গোস্বামী
১০) অগ্নিমিত্রা পাল
১১) শমীক ভট্টাচার্য
১২) তন্ময় ভট্টাচার্য
১৩) শীলভদ্র দত্ত
১৪) বিশ্বজিৎ সিনহা
১৫) অনুপম হাজরা
১৬) মহম্মদ সেলিম
১৭) জিতেন্দ্র কুমার তিওয়ারি
অনেকেই দাবি করছেন তৃণমূল প্রতিশোধের রাজনীতি করছে। তবে তৃণমূল কংগ্রেস যে এবার আক্রমণের রাস্তায় হাঁটবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বেহালার জনসভায় বক্তৃতা থেকেই বোঝা গিয়েছিল। তবে বিজেপি বা সিপিএম কোনও পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
অভিযোগ, দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়ের অস্থাবর সম্পতি খুব বেশি না বাড়লেও বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ। অন্যদিকে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে অনেকখানি। এখন দেখার এই সম্পত্তি বিষয়ক মামলা হাইকোর্টে কার এজলাসে ওঠে। আগামীকাল এই মামলার উপরেই নজর থাকবে রাজ্যবাসীর তা বলাই বাহুল্য।