বাংলাহান্ট ডেস্ক: একদিক দিয়ে কমছে ব্যবসার পরিমাণ, আরেকদিক দিয়ে দায়ের হচ্ছে নিত্য নতুন মামলা। মুক্তির পর এক সপ্তাহ যেতে না যেতেই বেহাল দশা ‘আদিপুরুষ’ (Adipurush) এর। সংলাপে বদল এনেও বিতর্কের হাত থেকে রেহাই পায়নি এই ছবি। এখনো উঠতে বসতে কার্যত মুখ ঝামটা খাচ্ছেন নির্মাতারা। রামায়ণের পূজনীয় পৌরাণিক চরিত্রগুলিকে খিল্লির পাত্র বানিয়ে দেশবাসীকে ক্ষেপিয়ে তুলেছেন নির্মাতারা। এবার কলকাতাতেও মামলা দায়ের হল আদিপুরুষ এর বিরুদ্ধে।
আদিপুরুষ ছবিটি রাজ্যে নিষিদ্ধ করার পক্ষে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী তন্ময় বসু অভিযোগ করেছেন, আদিপুরুষ ছবিটি রামায়ণ মহাকাব্য অবলম্বনে তৈরি হলেও ছবিতে রামায়ণের কাহিনি এবং চরিত্রগুলিকে বিকৃত করা হয়েছে। রামায়ণের মতো কাহিনি দিয়ে তৈরি একটি ছবিতে যৌন ইঙ্গিত করার মতোও অভিযোগ উঠেছে। আজ ২৫ জুন এই মামলার শুনানি।
এর আগে দিল্লি এবং এলাহাবাদে ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠেছিল। শুধু তাই না। সংলাপ লেখক মনোজ মুনতাসিরের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। সৃজনশীল স্বাধীনতার নামে কার্যত ‘সস্তা’, ‘জঘন্য’ সংলাপ লিখেছেন তিনি, এমন অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে।
বিতর্ক শুধু এ দেশেই সীমাবদ্ধ নেই। সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ নেপালেও ছড়িয়ে পড়েছে ক্ষোভের আঁচ। ছবিতে মাতা সীতার জন্মস্থান সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয় সে দেশে। প্রথমে সমস্ত বলিউড ছবির উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করা হলেও পরে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু আদিপুরুষের প্রদর্শনী এখনো পর্যন্ত নিষিদ্ধ রয়েছে নেপালে।
শত চেষ্টা করেও বিতর্ক এড়াতে পারছেন না নির্মাতারা। এর ফল পড়তে শুরু করেছে বক্স অফিসেও। মুক্তির পরেই যে ব্যবসা দেখা গিয়েছিল এখন তার থেকে অনেকটাই কমে গিয়েছে। বিতর্কের জেরেই ব্যবসায় এই অবনতি আদিপুরুষ এর।