চক্ররেল যাত্রীদের জন্য বড় খবর! এবার কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাস, অটো নয়, যাতায়াতের জন্য বহু মানুষের প্রথম পছন্দ চক্ররেল (Circular Railway)। নিত্যদিন প্রায় ৬৫,০০০ যাত্রী এই চক্ররেলে চেপে যাতায়াত করেন। দমদম থেকে মাঝেরহাট অবধি চলে এই ট্রেন। এবার এই পরিষেবাই যাতে ব্যাহত না হয়, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হল একটি জনস্বার্থ মামলা (PIL)।

উচ্চ আদালতে (Calcutta High Court) শুনানি কবে?

প্রায় ৩৫ কিমি পথে চক্ররেল চলাচল করে। এই রুটে রয়েছে মোট ২০টি স্টেশন। তবে সরস্বতী পুজো, মহালয়ার তর্পণ থেকে শুরু করে দুর্গাপুজো, কালীপুজো সহ নানান কারণে সারা বছরে প্রায় ৩০ দিন এই পরিষেবা আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে ফাঁপরে পড়েন যাত্রীরা। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

জানা যাচ্ছে, পুজোপার্বণ সহ বছরের নানান সময়ে বাগবাজার ঘাট, বাবুঘাটে জনসমাগম হয়। সেই সময় চক্ররেলের লাইন পেরিয়ে গাড়িও যাতায়াত করে। এদিকে আবার গঙ্গা তীরবর্তী একটি অংশ দিয়ে চক্ররেল যাতায়াত করে। সেই কারণে এই সময়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই বছরের কিছু নির্দিষ্ট দিনে চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হয়। এর ফলে সমস্যার সম্মুখীন হন হাজার হাজার নিত্যযাত্রী।

আরও পড়ুনঃ ‘ক্ষমতা জাহির করতে প্রতিবাদ?’ WAQF আইন বিরোধী প্রতিবাদ নিয়ে বিস্ফোরক ফিরহাদ

এবার এই সমস্যার সমাধান চেয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কৃষ্ণ দাস নামের একজন ব্যক্তি। তাঁর আবেদন, বিকল্প কোনও বন্দোবস্ত করা হোক, নাহলে বছরের প্রত্যেকদিন চক্ররেল পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

Calcutta High Court

আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। উচ্চ আদালতের তরফ থেকে এই বিষয়ে কী নির্দেশ দেওয়া হয় এবার সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X