বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) নিয়ে শোরগোল রাজ্যজুড়ে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই একাধিক দাবি নিয়ে হাইকোর্টে ছুটেছে বিরোধীরা। পাল্টা সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আদালতে মুখ পুড়েছে রাজ্যের। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Election Commissioner Rajiv Sinha) ভূমিকা। তার নিয়োগ নিয়েও উঠছে প্রশ্ন। এই আবহেই এবার নির্বাচন কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা।
আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ৭ জুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তা চ্যালেঞ্জ করে সোজাসুজি হাইকোর্টে গেলেন নব্যেন্দু অধিকারী নামে এক জনৈক ব্যক্তি।
এই নিয়ে মামলার করার অনুমতি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এই সপ্তাহেই শুনানি হতে পারে।
প্রসঙ্গত, পূর্বের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষের পর এই রাজীব সিনহা সহ তিন জনের নাম রাজভবনে পাঠায় রাজ্য সরকার। প্রথমে রাজীব সিনহাকে কমিশনার পদে আনার জন্য অনুমতি রাজ্যপাল অনুমতি না দিলেও পরে অনুমোদন মেলে। তবে সম্প্রতি একাধিক ঘটনায় গোটা চিত্র বদলো যায়।
মনোনয়ন পর্ব থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যজুড়ে অশান্তির ঘটনায় এবং রাজ্যপালের ডাকে বৈঠকে সাড়া না দেওয়ায় নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয় জোর চৰ্চা। এই আবহেই এবার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা।