বিজেপির রথযাত্রা বন্ধ করার দাবি নিয়ে আদালতে দায়ের হল মামলা! আগামীকাল শুনানি

কলকাতাঃ রাজ্যে ক্ষমতায় আসতে গোটা বাংলা জুড়ে ‘পরিবর্তন রথযাত্রা”র সূচনা করতে চলেছে বঙ্গ বিজেপি ব্রিগেড। ৬ ফেব্রুয়ারি এই রথযাত্রার শুভ সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তাঁর আগেই বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

রমাপ্রসাদ রায় নামের এক আইনজীবী বিজেপির রথযাত্রার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। রমাপ্রসাদ রায় জানিয়েছেন, বিজেপির এই রথযাত্রা বের হলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। আর সেই কারণেই তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

রথযাত্রার সমস্ত কর্মসূচি সেরে ফেলেছে বঙ্গ বিজেপি। নবান্নের কাছে অনুমতির জন্য আবেদনপত্রও পাঠানো হয়েছে। নবান্নের অনুমতি পাওয়ার আগেই রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিজেপির রথযাত্রার কর্মসূচি অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভিটে নবদ্বীপ থেকে রথযাত্রা শুরু হয়ে ব্যারাকপুরে গিয়ে শেষ হবে।

উত্তর ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ ঘুরে প্রথম রথযাত্রার ভ্রমণ সম্পন্ন হবে। এরপর ৯ ফেব্রুয়ারি আরও দুটি রথযাত্রার সূচনা করবে বিজেপি। একটি রথ কোচবিহার থেকে মালদহ পর্যন্ত চলবে, আরেকটি কাকদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত চলবে। এরপর ৯ ফেব্রুয়ারি আরও দুটি রথ চালাবে বিজেপি। একটি তারাপীঠ থেকে পুরুলিয়া আরেকটি ঝাড়গ্রাম থেকে বেলুড়।

এটাই প্রথম না যে বঙ্গ বিজেপি রাজ্যে রথযাত্রার কর্মসূচি রাখল। এর আগে ২০১৯ এর লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে রথযাত্রা চালানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ সেই সময় রথ চালানোর অনুমতি দেয়নি। এরপর আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বিজেপি নেতাদের। সেবার আদালতে মামলায় হেরে গিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে, বিজেপির রথযাত্রার ফলে কিছু জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এমন ইনপুট রয়েছে তাঁদের কাছে।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর