কলকাতাগামী তীর্থযাত্রীদের বাসে দুষ্কৃতীদের হামলা! ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ! শেয়ার করলেন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর কুম্ভমেলায় (Maha Kumbh) উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। দেশের নানান রাজ্য থেকে মানুষ ছুটে যায় সেখানে। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গ সহ দেশের নানান প্রান্ত থেকে সেখানে ছুটে গিয়েছিলেন অগুনতি মানুষ। এবার সেখান থেকে ফেরার পথেই কলকাতাগামী তীর্থযাত্রীদের বাসে হামলা চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় গর্জে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কলকাতাগামী তীর্থযাত্রীদের বাসে হামলা! ফুঁসে উঠলেন দিলীপ (Dilip Ghosh)

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেন পদ্ম নেতা। ক্যাপশনে লেখা, ‘প্রয়াগরাজ থেকে কলকাতাগামী একটি তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয়। বিহারের, ঔরঙ্গাবাদের কাছে ঘটনাটি ঘটেছে। জঙ্গলের ভেতর লুকিয়ে থেকে বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে হামলাকারীরা’।


দিলীপ দাবি করেন, মহাকুম্ভে (Kumbh Mela) হিন্দুদের ব্যাপক সমাবেশ পণ্ড করতে কিছু হিন্দু-বিরোধী শক্তি প্রাণপন চেষ্টা চালাচ্ছে। তিনি লিখেছেন, ‘কিছু হিন্দু বিরোধী শক্তি মহাকুম্ভে ব্যাপক হিন্দু সমাবেশ পণ্ড করতে প্রাণপণ চেষ্টা করছে। তবে তারা কিছুতেই সফল হবে না’।

আরও পড়ুনঃ বাদুড়ঝোলা অতীত! নতুন বাস রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী! কোথা থেকে কতদূর চলবে?

বিজেপি (BJP) নেতার শেয়ার করা ভিডিওয় একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, প্রয়াগরাজ থেকে কলকাতা আসছিল সেই বাস। হঠাৎ করে চলন্ত বাসে ইটবৃষ্টি শুরু হয়। যার জেরে ভেঙে যায় জানালার কাঁচ। ঝোপের পিছন থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে দাবি করেন ওই ব্যক্তি।

BJP candidate Dilip Ghosh

দিলীপ ঘোষের (Dilip Ghosh) শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। বাসের ভেতরে পড়ে রয়েছে কাঁচের টুকরো। হামলার ঘটনার পর সংশ্লিষ্ট বাস কোম্পানির কর্মচারীরা বাস মেরামতের চেষ্টা শুরু করেন বলে জানান ভিডিওর ওই ব্যক্তি। তীর্থযাত্রীদের বাসে হামলার এই ঘটনার ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছেন বিজেপি নেতা। একইসঙ্গে জানিয়েছেন, এভাবে কুম্ভবেলায় হিন্দুদের ব্যাপক সমাবেশ পণ্ড করা যাবে না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর