মিমারদের কড়া জবাব! সত্যিই তৈরী হচ্ছে কাশফুলের বালিশ, জোর গলায় জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, রাজনৈতিক সাফল্যের জন্য সর্বত্র সমাদৃত হলেও বহুবার তার করা মন্তব্য নিয়ে হাসি-ঠাট্টার আসর বসে। চপ, ঘুগনি বিক্রি করে রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর হওয়ায় পরামর্শ আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি হাওড়ার একটি অনুষ্ঠানে গিয়ে কাশফুল (Kashful) দিয়ে বালিশ, বালাপোষ তৈরির মত অস্বাভাবিক মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী।

এরপরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শোরগোল পরে যায়। আদেও কী কাশফুল দিয়ে বালিশ, বালাপোষ তৈরি করা সম্ভব? এই নিয়েই ওঠে প্রশ্ন। পাশাপাশি মিমারদের তৈরী করা মিমে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। উঠেছিল হাসির রোল। তবে সেসবে কান না দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাশফুল প্রক্রিয়াকরণের কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল বলে খবর মিলেছিল। আর এদিন সেই প্রকল্পের বাস্তবায়নের কথাও সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

   

মমতা বন্দোপাধ্যায় বলেন, “বিশ্বাস করুন কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, গায়ে দেওয়ার জন্য কাশফুলের বালাপোষও তৈরি হচ্ছে।” শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগে কাশফুল দুর্গাপুজোর সময় হত। সেগুলি হত আবার শুকিয়েও যেত। কোনও কাজে লাগত না। আমি বলেছিলাম এই কাশফুল দিয়ে ভালো পাতলা পাতলা বালিশ হবে। আর গায়ে দেওয়ার জন্য ভালো বালাপোষ তৈরি হবে। বিশ্বাস করুন আজ তৈরি হচ্ছে কাশফুলের বালিশ বালাপোষ।”

পাশাপাশি জোর গলায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তার যে কথা নিয়ে একদিন বিরোধীরা কটাক্ষ করেছিলেন, সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল নেটিজেনদের মিমে, সেইসব কথা আজ ভুল প্রমাণিত করেছেন তিনি। নদীর ধারে, মাঠেঘাটে হয়ে থাকা কাশফুলই এখন বালিশ তৈরির উপাদান বলে জানালেন মমতা বন্দোপাধ্যায়।

mamata

তার পরিকল্পনা যে শুধুমাত্র কল্পনাপ্রসূত নয় সেকথা বললেন মুখ্যমন্ত্রী। এদিন গ্রাম বাংলার হস্তশিল্পেরও প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, হস্তশিল্পীদেরও কুর্নিশ জানাই। মাটির মধ্যেই সোনা আছে। মাটি থেকে অনেক কিছু সৃষ্টি হয়। গ্রামের মানুষরা অনেক কিছু সৃষ্টি করেন। আপনারাই সৃষ্টিকর্তা, আপনারাই ভবিষ্যৎদ্রষ্টা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর