ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাগ্রস্ত বিমান, পাইলটকে ৮৫ কোটি টাকার জরিমানা করল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে বিমান দুর্ঘটনার ঘটনায় রাজ্য সরকার পাইলটকে ৮৫ কোটি টাকার জরিমানার নোটিশ দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে কিছু ওষুধ ও ইনজেকশন নিয়ে গোয়ালিয়র বিমানবন্দরে অবতরণ করার সময় ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাইলট ক্যাপ্টেন মজিদ আখতার যাকে এই ৮৫ কোটি টাকার বিশাল বিল দেওয়া হয়েছে, মহামারী চলাকালীন প্রশংসনীয় কাজের জন্য তাকে করোনা যোদ্ধা আখ্যা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকারের রাষ্ট্রীয় বিমানের (B-200GT/VT MPQ) দুর্ঘটনার ঘটনায় রাজ্য সরকার বিমানের পাইলট ক্যাপ্টেন মজিদ আখতারের বিরুদ্ধে অভিযোগ নির্ধারিত করেছে। দুর্ঘটনার জন্য তাকে দোষী বিবেচনা করা হয়েছে, এবং সরকার ৮৫ কোটি টাকা পুনরুদ্ধারের নোটিশ পাঠিয়েছে। জবাব আসার পর এখন পাইলটের কাছ থেকে আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। দুর্ঘটনার পর, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ২০২১ সালের আগস্টে পাইলট মজিদ আখতারের লাইসেন্স বাতিল করে দেয়।

এই সিদ্ধান্তের আগে পাইলটকে দেওয়া নোটিশে লেখা ছিল, এই বিমানের মেরামতে এ পর্যন্ত প্রায় ২৩ কোটি টাকা খরচ হয়েছে এবং এতে সরকারের ৮৫ কোটি টাকা লোকসান হয়েছে। ক্যাপ্টেন মজিদকে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, এই অবহেলার কারণে ক্ষতিপূরণ আপনার থেকে নেওয়া হবে।

৮৫ কোটি টাকার নোটিশ পাওয়ার পর পাইলট অভিযোগ করেছেন যে, বিমানবন্দরে ব্যারিয়ার সম্পর্কে তাকে অবহিত করা হয়নি, যার ফলে দুর্ঘটনা ঘটেছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাইলট ওই উড়োজাহাজ পরিচালনার আগে বীমা না করার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। ক্যাপ্টেন মজিদ আখতার বলেন, বিমা করা না হওয়ার আগেই কীভাবে তাকে উড়তে দেওয়া হলো।

l7o55l98 captain majid akhtar

আপনাদের বলে দিই যে, এই এমপি সরকারের বিমানটি ৭ মে ২০২১ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রেমডেসিভির ইনজেকশন সহ প্রায় ৭১ বাক্স ওষুধ নিয়ে গুজরাট থেকে ফিরছিল। গোয়ালিয়র বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। অবতরণের সময় রানওয়ের প্রায় ৩০০ ফুট আগে থাকা অ্যারেস্টার ব্যারিয়ারের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। যার কারণে বিমানের ককপিটের সামনের অংশ, প্রপেলার ব্লেড ক্ষতিগ্রস্ত হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর