বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ সফর থেকে ফিরে আনার জন্য নির্দিষ্ট করা হয়েছিল একজন বিমান চালক কে।কিন্তু তার কাছে পাসপোর্ট না থাকায় তৈরি হয়েছিল তীব্র জটিলতা। হাসিনাকে নিতে যাওয়া বিমানটি অবতরণ করে কাতারে এর পরেই শুরু হয় মূল সমস্যা,কাতারি অভিবাসন বিভাগ আটকে দেয় ওই পাইলট কে।
শেখ হাসিনাকে আনতে যাওয়া বিমানটির পাইলট ফজল মাহমুদ বর্তমানে কাতারে আটক রয়েছে। ফজল মাহমুদ আর শেখ হাসিনার ফ্লাইট চালাবেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার।
ওই পাইলট দাবি করেন তিনি ভুলবশত পাসপোর্ট সঙ্গে নিতে পারেননি।কিন্তু বাংলাদেশের সরকারি বিমান সংস্থার চালক এমন ভুল কি করে করলেন সেটি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া পাসপোর্ট ছাড়া তিনি কেনইবা যাচ্ছিলেন তা নিয়েও তদন্ত শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।