করোনা পরিস্থিতি যেমন ছোটোখাটো ব্যবসা বন্ধ করেছে তেমন বড় বড় শিল্প তেও এবার সমস্যা ধরাচ্ছে। বলা যেতে পারে এই কারণে অনেকেই বেতন পাবেন না। বেসরকারী বিমান সংস্থা স্পাইস জেট বুধবার তার বিমান চালকদের জানিয়ে দেয় যে তারা এপ্রিল ও মে মাসে কোনও বেতন পাবে না। শুধুই তাই নয় , বিমান চালনা চালক বিমান চালকদের বিমানের সময়ের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে।
এই বিষয়ে গুরুচরণ অরোরা কোম্পানির প্রধান এয়ারলাইন অপারেটিং অফিসার পাইলটদের কে ইমেল দ্বারা সব জানান। বর্তমানে বিমানের ষোলো শতাংশ এবং কুড়ি শতাংশ বিমান চালকরা বিমান চালাচ্ছেন। কারন কোরোনার এই মরণ পরিস্থিতি এখন সবাইকে গৃহবন্দী দশা করে দিয়েছে। লক ডাউনে কেটে গেছে প্রায় একটা মাস কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি আর কবে হবে তাও বলা খুব মুশকিল। তাই এখন বিমান সেই অর্থে বন্ধ। করোনার ভাইরাসের বিস্তার রোধ করতে ২৫ শে মার্চ থেকে এই লকডাউন চলছে।
স্পাইস জেটের ১১ জন যাত্রী বিমানের বহরে পাঁচটি কার্গো প্লেন চালানো হচ্ছে। বাদ বাকি সব প্লেন বন্ধ। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে নরেন্দ্র মোদী লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে তিরিশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে।
আবার তিন মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব কটা রাজ্য। এবার দেখার পরিস্থিতি কোন দিকে যায়। করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। আর প্রাণ বাঁচাতে এখন সবাই ঘরে বন্দী।