“কেরল নজির গড়ুক কেন্দ্র – রাজ্য সমন্বয়ে,” রাজ্যের স্বার্থে মোদিকে সাহায্যের বার্তা বিজয়নের

বাংলাহান্ট ডেস্ক : আজ কেরলে উদ্বোধন হল সে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। বন্দে ভারতের উদ্বোধনের পরই মোদিকে শুভেচ্ছা জানালেন কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। বিজয়নের মন্তব্য, “রাজ্যের আরো উন্নতি হোক কেন্দ্রের সহায়তায়। কেরল কেন্দ্র-রাজ্য সমন্বয়ের নজির তৈরি করুক। রাজনৈতিক মতাদর্শ কখনোই অন্তরায় হতে পারে না উন্নয়নের ক্ষেত্রে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মঙ্গলবার কেরলে বন্দে ভারত সহ একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করেন। এরমধ্যে রয়েছে কোচির ওয়াটার মেট্রো। আগামী দিনে কেরলে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে এটি। প্রকল্প সূচনার পর এদিন মোদি বলেন, “কেরলের উন্নতি হলে, তবেই ভারতের উন্নতি হবে।” এদিনের সভা থেকে নরেন্দ্র মোদী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথা জানান।

যদিও কেরল সরকারের প্রশংসা তার মুখে শোনা যায়নি এ দিনের ভাষণে। তবে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন সবাইকে খানিকটা চমকে দিয়েই ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদিকে। এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের একসাথে চলার কথাও উঠে আসে তার ভাষণে। কেরলের বাম মুখ্যমন্ত্রীর মুখে দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী নরেন্দ্র মোদির প্রশংসা বেশ আলোড়ন সৃষ্টি করেছে রাজনীতিতে।

মোদিকে উদ্দেশ্য করে এদিন বিজয়ন বলেন, “কেরলকে বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই রেলের উন্নতি হোক, বৈদ্যুতিকরণ হোক লাইনের, গতি বাড়ুক ট্রেনের। চলুন কেরলের উন্নয়নের জন্য আমরা কেরলকে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের নজির হিসেবে গড়ে তুলি।”

pinarayi vijayan

 

সাম্প্রতিককালে বিভিন্ন বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনাও করেছে বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলি। এমন অবস্থায় বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রীর মুখে মোদির প্রশংসা আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য-রাজনীতিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর