রোহিত শর্মার ভুলে নো বলে আউট হলেন এই তারকা, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট সহজে জিতে নেওয়া ভারতীয় দলে একটাই মাত্র পরিবর্তন ছিল। অধিনায়ক রোহিত শর্মার এই সিদ্ধান্তর সুবিধা নিতে পারেনি ভারত। তাদের দুই ওপেনারকে মাত্র ২৯ রানে হারিয়ে ফেলে গত ম্যাচের বিজয়ীরা। একই সঙ্গে প্রথম দুই উইকেটের একটি ছিল ময়ঙ্ক আগরওয়ালেরও। অধিনায়ক রোহিতের কারণেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ময়ঙ্ক আগরওয়াল। শ্রীলঙ্কার তরফ থেকে বল করতে আসা ফার্নান্দোর বল সোজা এসে লাগে ময়ঙ্কের প্যাডে। এরপর জোরালো আবেদন জানায় শ্রীলঙ্কা দল। তবে আম্পায়ার এই আপিলকে তেমন গুরুত্ব দেননি। এদিকে ময়ঙ্ক ও রোহিত সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রান চুরি করে নেওয়ার চেষ্টা করেন। আগরওয়াল তার ক্রিজ থেকে বেশ খানিকটা এগিয়ে আসেন, কারণ রোহিতও তার ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তারপরে রোহিত মাঝপথেই ময়ঙ্ককে ফিরে যেতে বলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং শ্রীলঙ্কা দল ময়ঙ্ককে তখন রান আউট করে।

আশ্চর্যজনকভাবে, এই বলটি ছিল একটি নো বল। কিন্তু ময়ঙ্ক এলবিডব্লিউয়ের হাত থেকে বাঁচতে গিয়ে রান আউট হন। ক্রিজে দাঁড়িয়ে থাকলে তার আউট হওয়ার কোনও ভয়ই থাকতো না কারণ বলটি ছিল নো বল। ময়ঙ্ক রান আউট হওয়ার পর বোলারের এই বলে নো বল দেন আম্পায়ার। সেই ঘটনার পর ক্যাপ্টেন রোহিতকেও খুব একটা খুশি দেখায়নি এবং উভয় খেলোয়াড় একে অপরের দিকে তাকাতে থাকে। যদিও পরে রোহিত নিজেও মাত্র ১৫ রান করে আউট হন।

ভারতের টালমাটাল ইনিংসকে সামাল দেন শ্রেয়স আইয়ার। ভারতের অন্যান্য ব্যাটাররা যেই পিচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন, সেই পিচে আক্রমণাত্মক ব্যাটিং করে ৯৮ বলে ১০ টি চার ও ৪ টি ছয়ের সাহায্যে ৯২ রান করে ভারতকে ২৫০ এর গন্ডি পার করিয়ে দেন তিনি। ভারতের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় শ্রীলঙ্কাও। প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ৫ উইকেট হারিয়ে ৫৬।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর