বাংলা হান্ট ডেস্কঃ দিলীপ ঘোষের (DIlip Ghosh) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বাংলার ক্রীড়াবিদ পিঙ্কি প্রামাণিক। আজ বঙ্গ বিজেপির সদর দফতরে গিয়ে উনি গেরুয়া শিবিরে যোগ দেন। আরেকদিকে ২১ এর নির্বাচনে তৃণমূলকে কুপোকাত করতে নয়া কৌশল নিয়েছে রাজ্য বিজেপি। সেই ক্রমেই কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জীকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি থেকে। রাখা হয়েছে রাজ্য কমিটিতেও। আরেকদিকে, মুকুল পুত্র শুভ্রাংশু রায়কেও তুলে আনা হচ্ছে প্রথম সারিতে।
বিজেপির রাজ্য কমিটিতে জায়গা করে নিতে পেরে বেশ উচ্ছ্বসিত বৈশাখী ব্যানার্জী। উনি জানিয়েছেন, দল যেভাবে চাইবে আমি সেভাবেই কাজ করব। জানিয়ে দিই, মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের নাম থাকলেও নাম ছিল না বৈশাখীর। আর এই নিয়ে শোভন বাবু ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে খবর। তবে শোভনের চাপেই যে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা করে নিলেন বৈশাখী, সেটা বলাই বাহুল্য।
বিজেপিতে বড়সড় জায়গা করে নিতে পেরে বেশ খুশি বৈশাখী ব্যানার্জী। তিনি জানান, ‘আমার বেশ ভালো গাছে। দল যেভাবে চাইবে আমি সেভাবেই কাজ করব। দল চাইলে আমি মাঠে নেমেও কাজ করতে রাজি।” আজ বিজেপির ভার্চুয়াল বৈঠকে বৈশাখী ব্যানার্জী উপস্থিত থাকলেও শোভন বাবু ছিলেন না। তবে তিনি যে কাজের জন্য থাকতে পারবেন না। সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন।