পরমের সঙ্গে গান গাইতেই তুমুল কটাক্ষ! টেনে আনা হল অনুপমকেও! ঠিক যা যা শুনতে হল পিয়াকে…

বাংলাহান্ট ডেস্ক : স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) পাশে বসে গান গাইছেন স্ত্রী গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী। “আকাশ ভরা সূর্য-তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে, আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান…”। গিটার বাজাচ্ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর গান গাইছেন পিয়া। পিয়া এবং পরমব্রত দু’জনেই সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘হোমকামিং’। পিয়া চক্রবর্তী সংগীত শিল্পী। মূলত রবীন্দ্র সংগীত গেয়ে থাকেন তিনি। সেই গান গাওয়া যেন কাল হলো!

পরমব্রতর পাশে বসে তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) গান গাওয়ার ভিডিও দারুন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রচুর সংখ্যক নেটিজেন কমেন্ট করেছেন তাদের কমেন্ট সেকশনে। সেই কমেন্টও যেনো অতীতের ছায়া। সঙ্গীত পরিচালক অনুপম রায় ছিলেন পিয়ার প্রথম স্বামী। এরপর অনুপমের বন্ধু পরমকে যখন তিনি বিয়ে করেন তখন তার দিকে ধেয়ে এসেছিল একে পর এক কটাক্ষ। ২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি ভাবে বিয়ে করেন দুজনে। পরম-পিয়ার বিয়ে হতেই শুরু ট্রোল।

আরোও পড়ুন : ভয়াবহ কান্ড সাতসকালেই! ট্রেনের বগির উপর উঠে গেল ইঞ্জিন, ছিটকে বেরিয়ে গেল চাকা! তারপর….

গরমের গিটারের তালে তালে গান গাওয়া পিয়া চক্রবর্তী ফের  ট্রোলিং এর শিকার হলেন। কমেন্ট সেকশনে এক ব্যক্তি লিখেছেন,”সবাইকে ভরিয়ে দাও তুমি, কী অনুপম কী পরম”। উত্তরে আবার আরোও একজন তাঁকে সাপোর্ট করে লিখেছেন, “এটা আপনি দারুণ দিয়েছেন দাদা”। অন্য একজন লিখেছেন “এর পর কার সঙ্গে গান গাইবেন আপনি”। আবারও আরেক ব্যক্তি লিখেছেন,“এরা পাগল হয়ে গেছে। কী করবেন বুঝতে পারছেন না।”

parambrata and piya 1264x720

বিয়ের পর এতগুলো দিন পেরিয়ে গিয়েছে। তারপরেও যেনো কটূক্তি পিছু ছাড়ছে না। অনুপম বর্তমানে বিবাহিত। কিন্তু তাতেও যেনো, পিয়া আর অনুপমের ডিভোর্সের পিছনে পিয়াকেই দায়ী করেন নেটিজেনরা। তবে যতই কটূক্তি আসুক না কেন অনেক মানুষ কিন্তু পিয়া-পরমব্রতর পোস্ট করা ওই ভিডিওতে লাইক দিয়েছেন। কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাঁদের যুগলবন্দি দেখে মনে ধরেছে অনেকেরই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর