বড় ভুল করেছে ছেলে বনি! অবশেষে স্বীকারোক্তি অভিনেতার মা পিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন হল নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়িয়েছে টলি অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। শিক্ষক কেলেঙ্কারিতে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র মিলেছে তার। ইডি তরফে এই তথ্য সামনে আনতেই শোরগোল পড়েছে রাজনীতি সহ বিনোদন দুনিয়ায়। অভিযোগ, ধৃত কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বনি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বনির মা পিয়া (Piya Sengupta)।

প্রসঙ্গত, খাতা কলমে কোনো চুক্তি ছাড়াই কুন্তল ঘোষের থেকে কাজ বাবদ অগ্রিম ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। সেই নিয়ে তুঙ্গে জল্পনা। এদিন টাকা যে নির্দিষ্ট কাজের জন্য নেওয়া হচ্ছে তা কাগজে-কলমে সেটা লিখে না-রাখা ঠিক হয়নি বলে কার্যত স্বীকার করে নিলেন বনির মা, একাধারে অভিনেত্রী ও প্রযোজক পিয়া সেনগুপ্ত।

পিয়াদেবী বলেন, প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে ছেলের কাজের কোনও চুক্তিপত্র তৈরি না-করা তাদের তরফে একটা বড় ভুল। পাশাপাশি তিনি আরও বলেন, “কুন্তলের টাকার উৎস বিষয়ে সামান্য ধারণা থাকলে আমরা ওর টাকা ছুঁতামই না।” পিয়া জানান, কুন্তলের দেওয়া ওই পুরো টাকা সরাসরি গাড়ির শো-রুমের অ্যাকাউন্টেই জমা পড়েছিল। বনির হাতে সেই টাকা আসেনি।

bonny sengupta, kuntal ghosh

গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে প্রথম উঠে আসে বনি সেনগুপ্তর নাম। এরপর তার পরদিন ইডি দফতরে তাকে হাজির হতে বললেও সেদিনই হাজির হন বনি। চলে টানা জিজ্ঞাসাবাদ। এ দিন সকালে ফের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন বনি। ইডির দাবি, ২০১৭ সালে কুন্তলের অ্যাকাউন্ট থেকে নেওয়া প্রায় ৪০ লক্ষ টাকা দিয়ে অভিনেতা একটি বিলাসবহুল গাড়ি কিনলেও পরে সেটি তিনি অন্যকারোও কাছে বিক্রি করে দেন।

প্রথমবার অভিনেতাকে ইডি তলব করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোদ বনি জানিয়েছিলেন, কুন্তল তাকে দু’টি ছবির অগ্রিম বাবদ ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন। পরে অভিনেতা ইডি-র কাছে জানান, ২০১৭ সালে একটি অনুষ্ঠানে কুন্তলের সঙ্গে তার প্রথম আলাপ হয়। দু’টি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে তাকে অগ্রিম ওই পরিমান টাকা দিয়েছিলেন কুন্তল। তবে কোনও কারণে ছবি দু’টি তৈরী না হওয়ায় কুন্তলের হয়ে নানা স্টেজ শো করে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর